/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/Lima-East-bengal.jpg)
সবকিছু ঠিকঠাক থাকলে এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে চলেছেন ব্রাজিলিয়ান মিডিও আলেক্স লিমা। চলতি মরশুমে বিদেশি হিসাবে একমাত্র চুক্তিবদ্ধ হয়েছিলেন ইভান গঞ্জালেজ। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী, আলেক্স গঞ্জালেজ সম্ভবত দ্বিতীয় বিদেশি হিসাবে যোগ দিতে চলেছেন লাল-হলুদে।
গত মরশুমে জামশেদপুরের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল আলেক্স লিমাকে। লিমার যুব কেরিয়ার শুরু ব্রাজিলের বিখ্যাত গ্রেমিও থেকে। পেশাদারি ফুটবলার হিসাবে লিমা প্ৰথম খেলেন সুইজারল্যান্ডের ওহল্যানের হয়ে। চার মরশুম জুড়ে সুইস লিগে ৬৬ ম্যাচ খেলার পর কেরিয়ারের সবথেকে বড় ব্রেক পান।
আরও পড়ুন: ISL-এ নেতৃত্ব দেওয়া তারকা এবার ইস্টবেঙ্গলে! একসঙ্গে তিন চুক্তিতে ঝড় তুলল লাল-হলুদ
টানা পাঁচ বছর মেজর সকার লিগে অংশ নেন। প্ৰথমে চিকাগো ফায়ারের হয়ে খেলেন তিন মরশুম। তারপরে হিউস্টন ডায়নামো-র জার্সি গায়ে চাপান। এই হিউস্টন ডায়নামোর হয়ে খেলার সময়েই হেড কোচ আওয়েন কয়েলের প্রিয়পাত্র হয়ে ওঠেন। ওয়েন কয়েল জামশেদপুরের কোচ হয়েই নিজের পুরোনো শিষ্যকে নিয়ে এসেছিলেন জামশেদপুর এফসিতে।
আরও পড়ুন: গুরু কনস্টানটাইনের ডাকেও ইস্টবেঙ্গলকে ‘না’! কেন, আসল কারণ খোলসা বাগানের প্রীতমের
সবমিলিয়ে মেজর লিগ সকারে ১২ গোল রয়েছে তারকার। হিউস্টন ডায়নামোকে প্লে অফে তুলতে সাহায্য করেছিলেন। সেবার হিউস্টন ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালেও পৌঁছয়। যদিও এমএলএস কাপ ফাইনালে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়ে সিয়াটেল সন্ডার্স এফসির কাছে।
East Bengal Has Signed Former Jamshedpur FC Attacking Midfielder Alex Lima . #eastbengalpic.twitter.com/Pc9J9JHP1A
— Sports Conclave 🇮🇳 (@sports_conclave) August 12, 2022
এশিয়ান ফুটবলেও আলেক্স লিমার অভিজ্ঞতা কম নয়। কোরিয়ান লিগে সুয়োন এফসি, এফসি অনিয়াং-য়ের হয়ে যেমন খেলেছেন তেমনই ভিয়েতনাম লিগে হো চি মিন সিটির হয়ে খেলে এসেছেন।