ISL: Mohammedan vs Odisha: আইএসএল: ওড়িশার প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙেচুরে দিতে মরিয়া মহামেডান স্পোর্টিং

Indian Super League: শুক্রবার সন্ধ্যায় মহামেডানের মুখোমুখি হচ্ছে ওড়িশা। মহামেডান লিগের শেষ পাঁচ ম্যাচে হেরেছে। আর, ওড়িশা গত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Odisha FC vs Mohammedan SC: ওড়িশা এফসি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব

Odisha FC vs Mohammedan SC: ওড়িশা এফসি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। (ছবি- ফেসবুক)

ISL, Indian Super League, Mohammedan vs Odisha: চলতি আইএসএলের প্লে অফ পর্ব বা সেরা ছয়ে পৌঁছতে শুক্রবার ঘরের মাঠ ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে বাংলার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামতে চলেছে ওড়িশা এফসি। গত রবিবার মোহনবাগানের বিরুদ্ধে হেরে যাওয়া কলিঙ্গবাহিনী লিগ তালিকার সবচেয়ে নীচে থাকা বাংলার দলের বিরুদ্ধে জিতে প্লে-অফে ওঠার ঘাটতি মেটাতে চায়। তবে, গত পাঁচ ম্যাচের বিচারে মহামেডান আর ওড়িশার মধ্যে খুব বেশি তফাত নেই। মহামেডান গত পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরেছে। আর, ওড়িশা জিতেছে মাত্র একটিতে।

Advertisment

Advertisment

চলতি লিগে মহামেডান ছাড়াও ওড়িশার আরও একটি ম্যাচ হাতে আছে। সেটা জামশেদপুরের বিরুদ্ধে। তবে, এই দুটো ম্যাচ জিতলেই যে ওড়িশা প্লে অফ পর্বে উঠতে পারবে, তা নয়। তাদের বরং নর্থ ইস্টের ব্যর্থতার জন্যও অপেক্ষা করতে হবে। নর্থ-ইস্ট যদি তাদের শেষ দুটি ম্যাচে হেরে যায় আর, বেঙ্গালুরু যদি তাদের শেষ দুই ম্যাচ থেকে একের বেশি পয়েন্ট না পায়, কেবল তাহলেই ওড়িশার প্লে-অফ পর্বে ওঠার রাস্তা পাকা হবে। ওড়িশার ডিফেন্স অত্যন্ত ভালো। গত ম্যাচেই তারা লিগের একনম্বর দল মোহনবাগানকে শেষ সময় পর্যন্ত আটকে রেখেছিল। শেষ পর্যন্ত দিমিত্রিয়স পেট্টাটসের গোলে হেরে যায় কলিঙ্গবাহিনী।

মহামেডান গত ৫ ম্যাচে ১৫ গোল খেয়েছে। করেছে মাত্র ২ গোল। কালো-সাদাদের ব্রাজিলীয় স্ট্রাইকার ফ্রাঙ্কা গোলে ১৭টি সুযোগ তৈরি করে, গোলমুখে ১১টি শট নিয়ে মাত্র একটি গোল করেছেন। এবারের আইএসএলে সবচেয়ে কম গোল করা দলের তালিকায় মহামেডান শীর্ষে। ২১ ম্যাচে মাত্র ১০টি গোল করেছে মহামেডান।

তারপরও ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে আশাবাদী মহামেডানের ভারপ্রাপ্ত কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি বলেন, 'আমরা গত কয়েকদিন ধরে ওড়িশা এফসির বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো হয়নি হয়তো। তবে, এই ম্যাচ আমরা জিততে চাই। ক্লাবের গৌরবের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।'

আরও পড়ুন- সরানো হল সৌরভ গাঙ্গুলিকে, দিল্লির মেন্টর কেভিন পিটারসেন

এই ম্যাচের আগে মহামেডানের দুই ডিফেন্ডার আদিঙ্গা ও গৌরব বোরার চোট আছে বলে কোচ জানিয়েছেন। ওড়িশার আবার ডিফেন্ডার মুর্তাদা লাল কার্ড দেখেছেন। সেই জন্য তিনিও খেলতে পারবেন না। চারটে হলুদ কার্ড দেখে হুগো বুমৌসও দল থেকে ছিটকে গিয়েছেন। ফলে, ওড়িশার মাঝমাঠ এবং রক্ষণ বর্তমানে বেশ দুর্বল। গত ডিসেম্বরের শেষ সপ্তাহও মহামেডান এবং ওড়িশা মুখোমুখি হয়েছিল। সেবার ম্যাচের ফল ছিল গোলশূল্য ড্র। এবার কী হয়, শেষ পর্যন্ত দেখা যাক। একমাত্র এই আশাতেই আছেন মহামেডান সমর্থকরা।

Football odisha ISL Sports News Mohammedan SC Indian Super League (ISL)