/indian-express-bangla/media/media_files/2025/02/27/pnLizLVEC5W7UXjEDZNQ.jpg)
Sourav Ganguly-Kevin Pietersen: সৌরভ গঙ্গোপাধ্যায় ও কেভিন পিটারসেন। (ছবি-ফেসবুক)
IPL 2025: Kevin Pietersen: দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদে সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হলেন কেভিন পিটারসেন। সাপোর্ট স্টাফ হিসেবে পিটারসেন হেমাঙ্গ বাদানি (হেড কোচ), ম্যাথিউ মট (সহকারি কোচ), মুনাফ প্যাটেল (বোলিং কোচ) ও ভেনুগোপাল রাও (ডিরেক্টর অব ক্রিকেট)-এর সঙ্গে যোগ দেবেন। এতদিন দিল্লি ক্যাপিটালের মেন্টর ছিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু, তিন এবার স্রেফ ক্রিকেট ডিরেক্টর পদে থাকবেন।
বৃহস্পতিবার, দিল্লি ক্যাপিটালস ঘোষণা করেছে যে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনকে আইপিএল ২০২৫ (IPL 2025) মরশুমে দলের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। ৪৪ বছর বয়সি পিটারসেন ২০১৬ সালে আইপিএলে (IPL)-এ শেষবার খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন এবং এবার প্রথমবারের মত তাঁকে কোচের ভূমিকায় দেখা যাবে।
দিল্লি ক্যাপিটালসের প্রেস রিলিজে পিটারসেন বলেন, 'ক্যাপিটালসের মেন্টর হিসেবে নতুন ভূমিকা আমার কাছে এক দারুণ সুযোগ। আমি দলের সঙ্গে যোগ দিতে, খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং ট্রফি জিততে আমার সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।'
আইপিএলে (IPL)-এ পিটারসেনের ক্যারিয়ার
পিটারসেন ২০০৯ থেকে পাঁচটি আইপিএল (IPL) মরশুমে তিনটি দলের হয়ে খেলেছেন, যার মধ্যে দিল্লি (তখনকার দিল্লি ডেয়ারডেভিলস) অন্যতম। তিনি আইপিএল (IPL)-এ ১৭টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০০৯ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন, এরপর ২০১৪ সালে দিল্লির নেতৃত্ব দেন, যদিও সে বছর দল মাত্র দুটি ম্যাচ জিতে লিগের তলানিতে ছিল।
এই ব্যাপারে পিটারসেন বলেছেন, 'দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অসাধারণ স্মৃতি রয়েছে আমার এবং সম্প্রচারক হিসেবে দলের প্রতি সেই আবেগও ধরে রেখেছি। ২০১২ সালে আমি ভেনু (ভেনুগোপাল রাও)-এর সঙ্গে মাঠে ছিলাম। এই দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজিতে নতুন অধ্যায় শুরু করতে তার সঙ্গে আবার কাজ করতে পেরে আমার দারুণ লাগছে।'
পিটারসেনের টি-২০ কেরিয়ার: ২০০ ম্যাচে ৫,৬৯৫ রান, ব্যাটিং গড় ৩৩.৮৯ এবং স্ট্রাইক রেট ১৩৭-এর নীচে।
I’m so excited to come home to Delhi! I have the fondest memories of my time with Delhi.
— Kevin Pietersen🦏 (@KP24) February 27, 2025
I love the city, I love the fans and I’ll do everything I can to support the franchise in our quest for the title in 2025! https://t.co/ln2ldwKHAz
দিল্লি ক্যাপিটালসের বর্তমান অবস্থা
দিল্লি ক্যাপিটালস আইপিএল-২০২৪ (IPL 2024)-এ ষষ্ঠ স্থানে ছিল এবং এখন পর্যন্ত একবারই ফাইনালে পৌঁছেছে, ২০২০ সালে তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়।
আরও পড়ুন- বৃষ্টিতে বাতিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল দু'দলই
আইপিএল ২০২৫ (IPL 2025)-এর নিলামে দিল্লি ক্যাপিটালস বড় চুক্তি করেছে:
- দল শুধুমাত্র অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোরেলকে ধরে রেখেছিল।
- এরপর তারা কেএল (KL) রাহুল, হ্যারি ব্রুক, ফাফ ডু প্লেসিস এবং মিচেল স্টার্ককে দলে নিয়েছে।
দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫ (IPL 2025)-এর জন্য এখনও অধিনায়ক ঘোষণা করেনি। দিল্লি তাদের প্রথম ম্যাচে ২৪ মার্চ, বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে।