Mohun Bagan Coach 'Happy' Despite Loss to Jamshedpur – Here's the Reason!: বৃহস্পতিবার তাঁর দল জামশেদপুরের কাছে হারলেও চিন্তিত নন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে মোহনবাগান ১-২ গোলে পরাজিত হয়েছে। কিন্তু, সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জানালেন যে দলের পারফরম্যান্সে তিনি খুশি। মোলিনার আশা, যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরতি ম্যাচে ভালো ফল করবে তাঁর দল।
বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে এক গোলে পিছিয়েও কামিংসের বিশ্বমানের গোলে সমতা আনে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ থাকলেও অ্যাডেড টাইমে গোলেই জিতে যায় খালিদ জামিলের দল। এই হারের পরও ফাইনালে উঠতে গেলে মোহনবাগানকে আগামী সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে অন্তত দু’গোলের ব্যবধানে জামশেদপুরকে হারাতেই হবে। জিততে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে।
বৃহস্পতিবার ম্যাচের পর সাংবাদিকদের বাগানের স্প্যানিশ কোচ বলেন, 'প্রথমার্ধে আমাদের বল পজেশন বেশি থাকলেও আমরা কাজের কাজটা করতে পারিনি। দ্বিতীয়ার্ধে বরং আমরা অনেক বেশি সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলকিপার, ডিফেন্ডাররা সেগুলো বাঁচিয়ে দিয়েছে। প্রতিপক্ষ যদি রক্ষণে ৬-৭ জনকে দাঁড় করিয়ে রাখে, তা হলে গোল করা কঠিন। তবু আমরা দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটো ভালো সুযোগ পেয়েছিলাম। তখনই ম্যাচটা ৩-১ হয়ে যেত। কিন্তু, আমরা সেটা করতে পারিনি। শেষে একটা কাউন্টার অ্যাটাকে উঠে ওরা গোল করে গেল। জামশেদপুর সাহসী ফুটবল খেলেছে। সেজন্যই সফল হয়েছে।”
আরও পড়ুন- আইলিগে উঠে আইএসএলেও জায়গা করে নিতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি, আত্মবিশ্বাসী কোচ কিবু ভিকুনা
দলের দুই আহত সদস্য আপুইয়া ও মনবীর সিং এ দিনের স্কোয়াডেই ছিলেন না। তাঁদের না থাকার জন্য পরিকল্পনা বদলাতে হয়েছে বাগান কোচকে। তিনি বলেন, 'মনবীর, আপুইয়া না থাকায় পরিকল্পনা বদলাতে হয়েছে। যে পরিকল্পনা নিয়ে খেলেছি, তাতে খুব একটা খারাপ কিছু হয়নি। মনবীর খেললে যে কৌশলে খেলাব, সহাল খেললে তো আর একই কৌশলে খেলাব না। অন্য ভাবেও আক্রমণে ওঠা যায়। তবে, ছেলেরা যে রকমই খেলুক আমার দল, আমি খুশি। ২০-২৫ দিন পর দল ম্যাচ খেলতে নেমেছিল। সেই তুলনায় ছেলেরা মোটেও খারাপ খেলেনি। আমি আমার দলের পারফরম্যান্সে খুশি। সল্টলেকে অন্য খেলা দেখবেন। আমরা আজ হয়তো জিততে পারিনি ঠিকই। কিন্তু আমাদের পরের ম্যাচে অবশ্যই জিততে চেষ্টা করব।'