Advertisment

সাফ কাপ জয়ী জাতীয় দলের তারকা এবার বাগানে! ISL দলবদল জমিয়ে দিল ফেরান্দো ব্রিগেড

ফেরান্দোর বাগানে অমরিন্দর সিংয়ের জমানা শেষ হয়ে গেল। গোলকিপার হিসাবে সই করানো হল বিশাল কাইথকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগানে শেষ হয়ে গেল অমরিন্দর সিংয়ের জমানা। দলের এক নম্বর গোলকিপার হিসাবে সবুজ মেরুন শিবির সই করিয়ে ফেলল চেন্নাইয়িন এফসির বিশাল কাইথকে। গত তিন মরশুম ধরে যিনি চেন্নাইয়িনের দুর্গ আগলেছেন, তাঁকেই এবার তুলে নিল ফেরান্দোর বাগান। জানা যাচ্ছে তিন বছরের চুক্তিতে বিশাল কাইথ যোগ দিচ্ছেন কলকাতার তারকা খচিত ক্লাবে। যদিও সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে এখনই কোনও ঘোষণা করা হয়নি।

Advertisment

অমরিন্দর সিংকে রেখেই বিশালকে সই করানো হল। গত বছরই পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে এসেছিলেন অমরিন্দর। তবে খেল নাও-য়ের প্রতিবেদন অনুযায়ী, অমরিন্দরকে নাকি ক্লাবের পক্ষ থেকে নতুন ঠিকানা খোঁজার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়া হয়েছে। যদিও ক্লাবের একাংশের দাবি, তিনি এটিকে মোহনবাগানেই থাকছেন। তিনি বাগান শিবিরে রয়ে গেলেও প্ৰথম চয়েস সম্ভবত বিশাল কাইথ-ই হতে চলেছেন।

আরও পড়ুন: হ্যামিলকে পাওয়ার পরই দুঃসংবাদ! ফেরান্দোর সঙ্গে ‘ঝামেলা’য় বাগান ছাড়ছেন সন্দেশ

হিমাচল প্রদেশের রহুরুর বিশাল এআইএফএফ-এর এলিট একাডেমির প্রোডাক্ট। তিন বছর এলিট একাডেমিতে থাকার পর মাত্র ১৮ বছর বয়সে বিশাল যোগ দেন আইলিগের শিলং লাজং ক্লাবে। শিলংয়েই দেশের সম্ভবনাময় উঠতি গোলকিপার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। লাজংয়ে থেকে লোনে বিশাল ২০১৬-য় আইএসএলে আত্মপ্রকাশ করেন পুণে সিটি এফসির জার্সিতে।

আরও পড়ুন: ক্লাবের হৃদপিন্ড সমর্থকরাই! সবুজ-মেরুনে সই করেই মুখ খুললেন ‘মেরিনার্স’ পোগবা

লোনে সেই যাত্রাই শেষ পর্যন্ত পাকাপাকি চুক্তি হয়ে দাঁড়ায়। ২০১৭/১৮ সিজনে পুণে সিটি এফসির প্লে অফে পৌঁছনোর অন্যতম কারিগর হয়ে দাঁড়ান বিশাল। দীর্ঘদেহী গোলকিপার ১৭ বার তেকাঠির নীচে দাঁড়িয়ে ৭বারই ক্লিন শিট রেখেছিলেন। ২০১৯/২০ মরশুমে পুণে থেকে বিশালের নতুন গন্তব্য হয়ে দাঁড়ায় চেন্নাইয়িন এফসি। প্ৰথম বছরেই চেন্নাইয়িনের জার্সিতে ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করেন দলকে। ফাইনালে এটিকে মোহনবাগানের কাছে শেষমেশ হার মানে ওয়েন কয়েলের চেন্নাইয়িন।

আরও পড়ুন: এই তিন তরুণ রক্ত সম্পদ হবেন সবুজ মেরুন জার্সির! সেরার সেরা প্রতিভাদের চিনে নিন

টানা তিন মরশুম ধরে চেন্নাইয়িনের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন বিশাল। সবমিলিয়ে তাঁর নামের পাশে ১২টি ক্লিন শিট। ৭০টি আইএসএল ম্যাচে গোল বাঁচানোর হার ৬৩.৮৩ শতাংশ।

আরও পড়ুন: ফ্লোরেন্তিন পোগবার এই সাত অজানা তথ্য জানেন না আপনিও, চিনে নিন তারকাকে

জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। গত বছরই সাফ কাপ জয়ী জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। যুব জাতীয় দল থেকে উত্তরণ ঘটানো বিশাল সিনিয়র দলের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন।

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment