Advertisment

সন্দেশ থাকছেন বাগানেই! ছয় বিদেশির কোটা পূরণেও ফেরান্দোর ভাবনায় বিদেশি স্ট্রাইকার, কীভাবে

এটিকে মোহনবাগান মঙ্গলবারে বড়সড় ঘোষণায় জানিয়ে দিয়েছে, আগামী মরশুমেও স্কোয়াডে থাকছেন কার্ল ম্যাকহিউ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগানের দল গঠন চলতি মরশুমে প্রহেলিকার মত হয়ে দাঁড়িয়েছে। দুই স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ দল ছেড়েছেন। দলে এই মুহূর্তে বিদেশি স্ট্রাইকার একজনও নেই। অথচ, স্কোয়াডে চারজন বিদেশি স্টপার। তিরি, কার্ল ম্যাকহিউ আগেই ছিলেন। দল বদলের নতুন মরশুমে দলে নেওয়া হয়েছে ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলের মত তারকাদের।

Advertisment

ফ্লোরেন্তিন পোগবাকে সই করানোর পরে ভাবা হয়েছিল কার্ল ম্যাকহিউ-র হয়ত বা বিদায় ঘটতে চলেছে। তবে মঙ্গলবার এটিকে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হল, আসন্ন মরশুমেও আইরিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ানো হল। এতেই এটিকে মোহনবাগানের দল গঠন নিয়ে ফুটবল মহলে ধোঁয়াশা দেখা দিয়েছে।

আরও পড়ুন: জাতীয় দলের কোর টিমই বেঙ্গালুরুর! ইস্টবেঙ্গল ছাড়ার দিনেই বড় মন্তব্যে ঝড় তুললেন হীরা

চার বিদেশি ডিফেন্ডারের সঙ্গেই মাঝমাঠে বিদেশি তারকা হিসাবে রয়েছে হুগো বৌমাস, জনি কাউকো। দুই তারকাই ক্লাবের থিঙ্কট্যাঙ্কের অপরিহার্য অংশ। দুজনকে কোনওভাবেই রিলিজ করার পথে হাঁটবে না এটিকে মোহনবাগান। সবমিলিয়ে ক্লাবের কোটার ছয় বিদেশিই আপাতত পূর্ণ। নতুন কোনও জায়গা ফাঁকা নেই।

এমন অবস্থায় প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি বিদেশি স্ট্রাইকার ছাড়াই আইএসএল, এএফসি কাপের পরবর্তী পর্যায়ে খেলতে নামবে সবুজ মেরুন শিবির। ঘটনা মোটেই সেরকম নয়। এখনও এক বিদেশি স্ট্রাইকার নিতে পারে এটিকে মোহনবাগান। আসলে তিরি এএফসি কাপের গ্রুপ পর্বে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় আগামী কয়েকমাস ছিটকে গেলেন স্প্যানিশ সেন্টার ব্যাক।

ক্লাবের অন্দরমহলের খবর, তিরির ফিট হয়ে মাঠে নামতে নামতে সেই জানুয়ারি। কোচ ফেরান্দো এমনিতে তিরির রিকভারিতে সন্তুষ্ট। তিনি তিরির জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান। ততদিন পর্যন্ত তিরিকে আনরেজিস্টার্ড হিসাবে দেখানো হতে পারে। তিরির বদলেই ততদিন একজন বিদেশি স্ট্রাইকার নিতে পারে বাগান বাহিনী।

ক্লাব সূত্রের খবর, সন্দেশ ঝিংঘান বিদেশে খেলার অফার না পেলে সম্ভবত এটিকে মোহনবাগানেই খেলতে পারেন। বলা হচ্ছিল, সন্দেশ ঝিংঘানকে রিলিজ করে দিতে পারে মোহনবাগান। তবে সূত্রের খবর, সন্দেশ আপাতত ফেরান্দোর ভাবনায় ভালমতই রয়েছেন। দুই সেন্টার ব্যাক হিসাবে কোচ ফেরান্দোর পছন্দ হতে পারেন ব্রেন্ডন হ্যামিল এবং সন্দেশ ঝিংঘান।

আরও পড়ুন: ATKMB-কে জোড়া গোলে নাচিয়েছিলেন সুয়ারেজের দেশের তারকা! আচমকা মেয়ের মৃত্যুতে ভেঙে পড়লেন

ফ্লোরেন্তিন পোগবাকে সেন্টার ব্যাক পজিশনে দেখতে না পাওয়ার সম্ভাবনা প্রবল। স্প্যানিশ কোচ পোগবার দাদাকে ডিফেন্সিভ স্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারেন ছয় নম্বর পজিশনে।

বৌমাসকে উইং থেকে অপারেট করানো হতে পারে। জনি কাউকো আক্রমনাত্মক মিডফিল্ডার হিসাবে যথারীতি থাকবেন। তবে একজন বিদেশি স্ট্রাইকার খেলালে বৌমাস, কাউকোর মত একজনকে বাইরে বসতে হবে।

এটিকে মোহনবাগানের দল গঠনেই কার্যত পরিষ্কার কার্ল ম্যাকহিউকে রিটেন করা হলেও প্ৰথম একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফেরান্দোর দল গঠন নিয়ে বিভ্রম আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment