/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/Sandesh-east-bengal.jpg)
এটিকে মোহনবাগান ছেড়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। তারপরে সন্দেশ ঝিংগানের পরবর্তী গন্তব্য নিয়ে আকাশছোঁয়া জল্পনা তৈরি হয়েছিল। সুইডেন, ডেনমার্ক, নরওয়ের ক্লাবের সঙ্গে কাতারের আল ঘরাফা, মাদারওয়েল, সিবেনিকের নামও ভেসে উঠেছিল সন্দেশের ভবিষ্যত গন্তব্য নিয়ে। আইএসএল-এর একাধিক ক্লাবেরও অফার ছিল। ইস্টবেঙ্গল তো বটেই বড়সড় আর্থিক প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছিল বেঙ্গালুরু এফসিও।
সূত্রের খবর, শেষমেশ সন্দেশ ঝিংগান সই করলেন বেঙ্গালুরু এফসিতেই। ইস্টবেঙ্গল এবার জোড়া বিদেশি ডিফেন্ডার হিসাবে সই করিয়েছে স্পেনের ইভান গঞ্জালেজ এবং চারিস কিরিয়াকৌকে। সন্দেশ যোগ দিলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আরও মজবুত হত।
আরও পড়ুন: ডগলাস, ক্রিশ্চিয়ানোর মতই ইস্টবেঙ্গলে সুপারস্টার হবেন এই ব্রাজিলীয়! আশায় বুক বাঁধছে লাল-হলুদ জনতা
তবে বেঙ্গালুরুতে সই করে ফেললেন তারকা। জানা যাচ্ছে, জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী সন্দেশকে বেঙ্গালুরুতে সই করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
SUPER SUNDAY SURPRISE! 🔥 We’ve let our faithful have this one first. The Blues have unveiled #NewBlue Sandesh Jhingan to the West Block Blues at their open training session at the BFS. He’s ours, Bengaluru! 🤩#SwagataSandesh#WeAreBFCpic.twitter.com/TBJ92RhPGQ
— Bengaluru FC (@bengalurufc) August 14, 2022
এটিকে মোহনবাগানে সন্দেশের ভবিষ্যৎ নিয়ে বারবার জল্পনা ছড়িয়েছিল। জানা যাচ্ছিল, কোচ হুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। আইএসএলের শেষের দিকে এবং সদ্য সমাপ্ত এএফসি কাপেও ফেরান্দোর সঙ্গে বনিবনা হয়নি তারকার। জানা যাচ্ছে, কোচের ফর্মেশনে সন্দেশ মোটেই ফিট করছিলেন না।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ‘না’ বলে বেঙ্গালুরুতেই কেন সই! রবিবারই মুখ খুলে আসল কারণ জানালেন সন্দেশ
২০২০-তে সন্দেশ এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পর ব্যাপক হাইপ তৈরি হয়েছিল দীর্ঘদেহী স্টপারকে ঘিরে। গত মরশুমে লোনে ক্রোয়েশিয়ার এইচএনকে সিবেনিকে যোগ দিয়েছিলেন তারকা। তবে চোট-আঘাতে পুরো মরশুমই খারাপ কেটেছে সন্দেশের।
আরও পড়ুন: ব্রিটিশ স্ট্রাইকারকে ছিনিয়ে ইস্টবেঙ্গলকে ঝটকা লিগ শিল্ড জয়ীদের! হাতছাড়া আর্সেনালের তারকা
আইএসএলের দ্বিতীয় পর্বে এটিকে মোহনবাগানে ফিরে এসেছিলেন তারকা। তবে সেই সময় কোচ পরিবর্তন হয়ে গিয়েছে বাগান শিবিরে। হাবাস সরে গিয়ে দায়িত্বে আসেন ফেরান্দো। বাগানের নতুন স্প্যানিশ কোচ ডিপ ডিফেন্স থেকে বল প্লে চালু করতে চান। তবে সন্দেশ বল-প্লেয়ার না হওয়ায় এই ফর্মেশনে ফিট করতে পারেননি নিজেকে।
তারকা ডিফেন্ডারের বাগান ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল। বেঙ্গালুরু এফসিতে সন্দেশ নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, সেটাই আপাতত দেখার।