Advertisment

সব জল্পনার অবসান! রাশিয়া বিশ্বকাপের স্ট্রাইকারকে সই করিয়ে চমক বাগানের

ডেভিড উইলিয়ামসের স্বদেশীয় তারকাকে সই করিয়ে ফেলল এটিকে মোহনবাগান। অজি স্ট্রাইকার এবার গোল করার দায়িত্ব সামলাবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সপ্তাহের প্ৰথমেই বড়সড় চমক দল এটিকে মোহনবাগান। রাশিয়া বিশ্বকাপে খেলা অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটোসকে সই করিয়ে চমক দিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস- দুই বিদেশি স্ট্রাইকার দল ছেড়েছেন। তারপর হন্যে হয়ে সেন্টার ফরোয়ার্ডের খোঁজে ছিল এটিকে মোহনবাগান।

Advertisment

সমর্থকদের আশ্বস্ত করে বাগান থেকে সোমবারেই জানিয়ে দেওয়া হল এ লিগের সুপার ফরোয়ার্ডের ঠিকানা এবার আইএসএল, সবুজ মেরুন তাঁবুতে।

তিরিকে বাদ দিয়ে নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই পাঁচ বিদেশি নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল একজন স্ট্রাইকারের। ছয় নম্বর বিদেশি হিসাবে কোচ হুয়ান ফেরান্দো খোঁজ করছিলেন এমন একজন স্ট্রাইকারের যিনি ফরোয়ার্ড ছাড়াও আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে দলের প্রয়োজনে খেলতে পারেন। সেই শর্ত মেনেই দিমিত্রি পেট্রাটোস এলেন এটিকে মোহনবাগানে।

আরও পড়ুন: মহামেডানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল! গেইলের দেশের সুপারস্টার এবার লাল-হলুদে

নিজের ফুটবল কেরিয়ারে দেশের, ক্লাবের হয়ে স্ট্রাইকার, এটাকিং মিডিও, ছাড়াও উইঙ্গার হিসাবে খেলেছেন দিমিত্রিয়াস। অজি তারকার প্রোফাইল বেশ ঝকঝকে। রাশিয়া বিশ্বকাপে যেমন খেলেছেন। তেমন ব্রিসবেন রোর্স দলের হয়ে এ লিগের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। সৌদি আরবের আল ওহেদারের হয়ে খেলার পর গত মরশুমে তারকাকে খেলতে দেখা গিয়েছে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স-এর হয়ে। ২৯ বছরের এই তারকা ৯ নম্বর জার্সিতে খেলেন। রাশিয়া বিশ্বকাপেও তাঁর জার্সির নম্বর ছিল ৯।

যুব কেরিয়ার শুরু সিডনি অলিম্পিকের হয়ে। সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে পেনরিথ নিপিয়ান ইউনাইটেডের হয়ে ২০০৯/১০ মরশুমে। পরের বছরে ফিরে যান নিজের পুরোনো ক্লাব সিডনি এফসির বিপক্ষে। দু-বছর ক্লাবের সঙ্গে চুক্তি থাকাকালীন লোনে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সিডনি অলিম্পিকের হয়ে খেলার জন্য।

আরও পড়ুন: ISL জিততে বাগানের বড় বাজি! ফেরান্দোর ফর্মেশনে এবার আগুন ছোটাবেন ২৩ বছরের এই তারকা

কেরিয়ারের সেরা সময় ব্রিসবেন রোর্সের জার্সিতে। কেলান্তানে খেলার পরের বছরেই চার বছরের চুক্তিতে ব্রিসবেন রোর্সে নাম লেখান। সেখানেই এ লিগ জয়ের সাক্ষী থাকেন তারকা। ব্রিসবেনে ৯৪ ম্যাচে ১৫ গোল করেন। ২০১৭-য় চলে যান কোরিয়ান লিগে উলসান হুন্দাইয়ের হয়ে খেলার জন্য।

পরেএ লিগে প্রত্যাবর্তনে নাম লেখান নিউক্যাসেল জেটসের হয়ে। সবমিলিয়ে দীর্ঘ একদশকের ফুটবল কেরিয়ারে এ লিগে তিনটে পৃথক পৃথক দলের হয়ে খেলেছেন। এছাড়াও খেলেছেন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরবের লিগে।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের সমস্ত যুব দলের হয়েই খেলেছেন তিনি। ২০১৮-র পর থেকে সিনিয়র দলের হয়ে খেলেছেন তিনটে ম্যাচ।

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment