স্পেনে জন্ম এই অস্ট্রেলিয়ান তারকাই ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি! নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা

ইস্টবেঙ্গলের জার্সিতে ষষ্ঠ বিদেশি হিসাবে সই করতে চলেছেন জর্ডন দোহার্তি। এশিয়ান কোটায় সই করছেন তিনি।

ইস্টবেঙ্গলের জার্সিতে ষষ্ঠ বিদেশি হিসাবে সই করতে চলেছেন জর্ডন দোহার্তি। এশিয়ান কোটায় সই করছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশির কোটায় সই করাতে চলেছে অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডন ও দোহার্তিকে। আগামী কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গলে চলে আসার কথা তারকার।

Advertisment

আরও পড়ুন: দোহার্তিকে সই করিয়ে কি বড় ভুল করল ইস্টবেঙ্গল! সমর্থকদের চিন্তা বাড়ছে ভয়ঙ্কর আপডেটে

জন্ম স্পেনের মায়োরকায়। তবে শৈশবেই চলে আসেন অস্ট্রেলিয়ায়। এডিলেড ইউনাইটেডের যুব দল থেকে উত্থান। পরে সুযোগ পান সিনিয়র দলে। এ লিগে আত্মপ্ৰকাশের আগে জর্ডন এডিলেড রেইডার্স, মেলবোর্ন নাইটসের মত দ্বিতীয় ডিভিশনের ক্লাবে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছিলেন।

Advertisment

আরও পড়ুন: ডুরান্ড চ্যাম্পিয়ন, বাগানের প্রাক্তন তারকাকে সই ইস্টবেঙ্গলের! একসঙ্গে ৫ ফুটবলার লাল-হলুদে

এ লিগে এডিলেড ইউনাইটেডের হয়ে দু- বছর খেলার পর বছর চব্বিশের তারকা তিন বছরের চুক্তিতে সই করেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে। তবে সিডনির তারকা খচিত দলের জার্সিতে বেশিদিন খেলতে পারেননি। পার্থ গ্লোরির বিরুদ্ধে খেলার সময় এসিএস টিয়ার হয়ে গিয়ে এক বছর মাঠের বাইরে চলে যান তারকা।

আরও পড়ুন: কনস্টানটাইনের কোচিং স্টাফে এবার হাইপ্রোফাইল তারকা! ডার্বির আগেই হয়ত বড় ঘোষণা ইস্টবেঙ্গলে

গত বছরই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ছেড়েছিলেন তারকা। এবার সরাসরি সই করছেন ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলে এমনিতেই মিডিও হিসাবে রয়েছেন আলেক্স লিমা। লিমার সঙ্গে জুটিতে জর্ডন ঝড় কতটা ঝড় তুলবেন লাল-হলুদ জার্সিতে, সেটাই দেখার।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC