/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Jay-thomas.jpg)
আবেরদিনের প্রাক্তন স্ট্রাইকার জে ইমানুয়েল থমাস এবার জামশেদপুরের টার্গেট। ইংল্যান্ডের জাতীয় দলের তারকাকে এবার দেখা যেতে পারে জামশেদপুর এফসির জার্সিতে, আইএসএলে। এমনটাই জানিয়েছে স্কটিশ ডেইলি এক্সপ্রেস।
আর্সেনালের যুব দলের সেট আপ থেকে উঠে আসা ইমানুয়েলকে চাইছেন জামশেদপুরের কোচ আন্ডি বুথরয়েড। এপ্রিলে আবেরদিনের সঙ্গে চুক্তি ছিন্ন করার পরে বর্তমানে ফ্রি এজেন্ট এই তারকা।
আরও পড়ুন: ISL-এ এবার স্প্যানিশ টাচ! কোপাতে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতে ক্রেসপো
কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পরে জামশেদপুর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আওয়েন কয়েল। তাঁর জায়গায় জামশেদপুরের কোচ হয়ে এসেছেন বুথরয়েড। জামশেদপুরের কোর দলের অনেকেই ইংরেজ। গত বছর অধিনায়ক পিটার হার্টলে দারুণ খেলেছিলেন। মুম্বই সিটি এফসি থেকে জামশেদপুরের জার্সি চাপানোর পর থেকেই তুখোড় ছন্দে রয়েছেন গ্রেগ স্টিওয়ার্টও।
Jay Emmanuel Thomas, graduate of the Arsenal youth academy, is in negotiations to join the Red Miners ✍️
The 31 year old has already terminated his contract in April, having featured 15 times for Aberdeen in Scottish Premiership last season.#JamshedpurFC#HeroISL#IndianFootballpic.twitter.com/p9fWKJKC9N— All India Football (@AllIndiaFtbl) July 7, 2022
যাইহোক, ৩১ বছরের ইমানুয়েলকে ইংরেজ ফুটবল সার্কিটে ডাকা হয় 'জেট' বলে। ইংলিশ এবং স্কটিশ প্রিমিয়ার লিগে একাধিক ক্লাবের হয়ে খেলে অভিজ্ঞতার সুবাদে। খেলেছেন আর্সেনাল, ডনকাস্টার রোভার্স, ব্ল্যাকপুল, কার্ডিফ সিটি, ইপ্সিচ টাউন, ব্রিস্টল সিটি, কুইন্স পার্ক রেঞ্জার্স, মিল্টন কায়নেস ডনস, গিলিংহ্যাম, লিভিংস্টোন, আবেরদিন, পিটিটি রাইয়ংগের হয়ে।
আরও পড়ুন: আইলিগ চ্যাম্পিয়ন গোকুলামে এবার রজার মিল্লার দেশের বিখ্যাত কোচ! চোখ ধাঁধাবে প্রোফাইল
ইংল্যান্ডের অনুর্দ্ধ-১৭, অনুর্দ্ধ-১৯ দলের হয়ে নিয়মিত খেলা তারকা উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। থ্রি লায়ন্সের হয়ে খেলেছেন ২০০৯ উয়েফা অনুর্দ্ধ-১৯ চ্যাম্পিয়নশিপেও। আর্সেনালে আর্সেন ওয়েঙ্গারের একসময় প্রিয় ছাত্র ছিলেন। তাঁকেই এবার আইএসএল মাতাতে দেখা যাবে।