Advertisment

নেশন্স কাপ জয়ী সুপারস্টার এবার ISL-এ! ইস্ট-মোহনকে কি বাকিরা টেক্কা দিচ্ছে

মরক্কো-আমেরিকান উইঙ্গার নোয়া সাদাউকে সই করিয়ে চমক দিল এফসি গোয়া। জর্জে আর্টিজের বদলি হিসাবে গোয়ার জালে এই তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দলবদলের বাজারে একের পর এক বড় সই করে চমকে দিচ্ছে এফসি গোয়া। মরক্কো এবং আমেরিকার জাতীয় দলের উইঙ্গার নোয়া সাদাউকে তুলে নিল গোয়া। এফএআর রাবাত ছেড়ে আইএসএল খেলতে ভারতে পাড়ি দিচ্ছেন এই তারকা।

Advertisment

এফসি গোয়ার জার্সিতে গতবার ফুল ফোটানো উইঙ্গার জর্জে অর্তিজ ক্লাব ছেড়েছেন চীনা সুপার লিগে সিনচুয়া জিউনিউয়ের হয়ে খেলার জন্য। তারকা উইঙ্গারের পরিবর্ত হিসাবে এফসি গোয়ার নজরে ছিল স্পেন-আর্জেন্টিনায় খেলা তারকাদের ওপর। এর মধ্যে এফসি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল রবি পুষ্করের পছন্দ হয়েছিল মরক্কোর নোয়া সাদাউয়ের প্রোফাইল।

আরও পড়ুন: ATKMB-কে জোড়া গোলে নাচিয়েছিলেন সুয়ারেজের দেশের তারকা! আচমকা মেয়ের মৃত্যুতে ভেঙে পড়লেন

মরক্কো ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে তাঁর। তাঁর প্রোফাইল পছন্দ হওয়ার পর তারকা উইঙ্গারের সঙ্গে রাবাতের বর্তমান চুক্তি থাকা সত্ত্বেও গোয়া কর্তারা ভারতে আসার জন্য বুঝিয়ে সুঝিয়ে রাজি করান সাদাউকে। টাইমস অফ ইন্ডিয়াকে এফসি গোয়ার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, "সাদাউয়ের চুক্তি পুরোপুরি চূড়ান্ত। রাবাতের থেকে ইতিমধ্যেই সরকারি ছাড়পত্র পেয়ে গিয়েছে। এরকম একটা সই করাতে পেরে গোয়া খুশি।"

২০২০-তে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় মরক্কো। ফাইনালে মালিকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জেতে মরক্কো। ২৮ বছরের তারকা উইঙ্গার সেই স্কোয়াডের সদস্য ছিলেন। গ্রুপ পর্বে টোগো-র বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে আত্মপ্রকাশ করেছিলেন। সেমিফাইনালে ক্যামেরুনের বিরুদ্ধেও মাঠে নামতে দেখা গিয়েছিল তারকাকে।

আফ্রিকার সেরা সেরা দল নেশন্স চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। বিশ্বের তাবড় তাবড় তারকাদের দেখা যায় মহাদেশীয় খেতাব লড়াইয়ের যুদ্ধে। এরকম বড়সড় এক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা নিয়ে ভারতে পা রাখছেন সাদাউ।

আরও পড়ুন: রবি ফাউলার ‘তাড়িয়ে দিয়েছিলেন’ ইস্টবেঙ্গল থেকে! তাঁকেই সই করিয়ে ফেলল মহামেডান

মরক্কোর শীর্ষ লিগ বাতোলা প্রো-এ এফসি রাবাত তৃতীয় স্থান অর্জন করেছে। রাজা কাসাব্লাঙ্কা-র ঠিক পরেই রয়েছে রাবাত। সাদাউকে গোয়ায় আর্টিজের অভাব পূর্ণ করতে হবে। গত মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন স্প্যানিশ এই উইঙ্গার। ১৫ ম্যাচে ৮ গোল এবং ৫ এসিস্ট সহ গোয়ার একনম্বর তারকা হয়ে উঠেছিলেন অর্তিজ। ২০২০/২১ মরশুমেও তাঁর নামের পাশে ছিল হাফডজন গোল। সেবার যদিও ইগর আনগুলো গোল্ডেন বুট পেয়েছিলেন।

মরক্কোর সবথেকে বিখ্যাত ক্লাব রাজা কাসাব্লাঙ্কায় যেমন খেলেছেন তেমনই ইজরায়েলের নামি ক্লাব মেক্কাবি হাইফা, হাফোয়েল নাজারাত লিলিত, দক্ষিণ আফ্রিকার আয়াক্স কেপ টাউন, স্পেনের রিয়াল এসপানা, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি ইউনাইটেডে খেলেছেন। তার বেড়ে ওঠা নিউ ইয়র্ক রেড বুলস ক্লাবে।

২০২০-তে মলৌদিয়া থেকে রাজা কাসাব্লাঙ্কায় ট্রান্সফার হয় সাদাউয়ের। সেটাই তাঁর কেরিয়ারের সবথেকে বড় ট্রান্সফার।

Indian Football ISL
Advertisment