বুধবার এক বছরের চুক্তিতে এফসি গোয়ায় সই করলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক ভ্যালিয়েন্তে। স্প্যানিশ স্টপারকে সই করিয়েই নিজেদের ষষ্ঠ বিদেশির কোটা পূর্ণ করে ফেলল গৌর-রা। স্প্যানিশ তারকার প্রোফাইল বেশ নজরকাড়া। বার্সেলোনায় বেড়ে ওঠা। ফুটবলে হাতেখড়িও বিখ্যাত কাতালান ক্লাবে। বিশ্ববিখ্যাত লা মাসিয়া একাডেমিতে কাটিয়েছেন আট বছর। যুব পর্যায়ে অধিকাংশ সময়ই দলের নেতা ছিলেন।
লা মাসিয়ায় থাকার সময়েই ভ্যালিয়েন্তের বেড়ে ওঠা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, থিয়াগো মোত্তা, জিওভান্নি ব্রঙ্কহর্স্ট, ভিক্টর ভালদেজ, সের্জিও বাস্কেটস, পেদ্রোদের মত মহাতারকাদের পাশাপাশি। বিখ্যাত ফুটবলারদের লা মাসিয়া একাডেমিতে তিনিই ছিলেন ক্যাপ্টেন। বার্সেলোনার সিনিয়র দলের হয়ে ভ্যালিয়েন্তের অভিষেক ২০০৬-এর কোপা ডেল রে-তে সিএফ বাদালোনার বিরুদ্ধে। বার্সা-বি দলের হয়ে নিয়মিত খেলেছেন দ্বিতীয় ডিভিশনে।
আরও পড়ুন: ATKMB কে টেক্কা কোচ বাছাইয়ে! গাস হিডিঙ্ক, ওয়েঙ্গারের বন্ধুকে কোচ করে আনল বেঙ্গালুরু
২০০৮-এ বার্সা ছেড়ে স্প্যানিশ তারকা চলে যান সেভিয়ায়। সেভিয়া-বি দলের হয়ে তৃতীয় ডিভিশনে খেলার জন্য নাম লেখান। তবে লা লিগায় অভিষেকের জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ২০০৯-এর নভেম্বরে সিডি টেনেরিফের বিপক্ষে সেভিয়ার জার্সিতে লা লিগায় আত্মপ্রকাশ করেন। ২০০৯/১০-এই সেভিয়ার হয়ে কোপা ডেল রে জেতার নজির গড়েন মার্ক ভ্যালিয়েন্তে।
পরের মরশুমে এফসি গোয়ার বর্তমান কোচ কার্লোস পেনার সঙ্গে তাঁর পরিচয় রিয়েল ভ্যালোদালিদে। পাঁচ বছর কার্লোস পেনা-ভ্যালিয়েন্তে কাটান ভ্যালোদালিদে। এর মধ্যে দ্বিতীয় বছরেই দ্বিতীয় ডিভিশন থেকে দুজন ক্লাবকে লা লিগায় উত্তরণে সাহায্য করেন।
লা লিগা ছাড়াও মেক্কাবি হাইফা (ইজরায়েল), ইউপেন (বেলজিয়াম), পার্টিজান বেলগ্রেডে (সার্বিয়া) খেলে এসেছেন। ২০১৯-এ স্পেনে প্রত্যাবর্তন করে নাম লেখান স্পোর্টিং গ্রিজনে।
স্পেনের শীর্ষ পর্যায়ের লা লিগায় ৫০০০ মিনিটের বেশি খেলার অভিজ্ঞতা থাকা ভ্যালিয়েন্তে এফসি গোয়ার জার্সিতে দ্যুতি ছড়াতে পারেন। ২০১৩/১৪ মরশুমে যে ভ্যালোদালিদ দল বার্সেলোনাকে হারিয়েছিল এবং রিয়েল মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল, সেই দুই ম্যাচেই খেলেছেন মার্ক ভ্যালিয়েন্তে।
আরও পড়ুন: দুই তরুণ তুর্কিতে নজর ইস্টবেঙ্গলের! চুক্তি-ঘোষণার দিনেই বড়সড় আপডেট লাল-হলুদে
সিনিয়র পর্যায়ে ১৬ বছরের ক্লাব কেরিয়ারে সবমিলিয়ে ৪৩৮টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই সেন্টার ব্যাক। ৩৫ বছরের তারকা স্পেনের যুব দলের হয়েও নিয়মিত খেলেছেন। দেশের হয়ে অনুর্দ্ধ-১৯ উয়েফা ইউরো-তেও চ্যাম্পিয়ন হয়েছেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল নয়, ISL-এ এই দলের কোচিংয়ের দৌড়েও ছিলেন কনস্টানটাইন! ইন্টারভিউ পর্যন্ত গড়ায় নিয়োগ
এফসি গোয়ায় ভ্যালিয়েন্তের রি ইউনিয়ন ঘটছে প্রাক্তন কোচ কার্লোস পেনার সঙ্গে। তিনি বলেছেন, "আমার সিদ্ধান্তে বড়সড় ভূমিকা রয়েছে কার্লোস পেনার। কোচ হিসেবে ক্লাবের পরিকল্পনা এবং নিজের দর্শন ভালভাবে বুঝিয়েছেন উনি। অতীতে আলভারো ভাসকুয়েজের সঙ্গেও ড্রেসিংরুমেম শেয়ার করেছি। ওর সঙ্গেও আলোচনা হয়েছেন। ওঁর মত একজনকে সতীর্থ হিসাবে পাওয়াটা দারুণ ব্যাপার হতে চলেছে। এফসি গোয়ার আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে নিজের খেলা মানিয়ে নিতে সুবিধা হবে।"