স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গল স্কোয়াডে নতুন স্ট্রাইকার চলে এলেন। দিল্লি এফসি থেকে লোনে সই করানো হল হিমাংশু জাংড়াকে। দেশীয় ফরোয়ার্ডদের মধ্যে আগেই সই করানো হয়েছিল সুমিত পাসসি, ভিপি সুহের, মহেশ সিংদের। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন হিমাংশু জাংড়া।
মাত্র ১৮ বছরের হিমাংশুকে বলা হচ্ছে দেশের উদীয়মান প্ৰতিভা। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে অনুর্দ্ধ-১৫, অনুর্দ্ধ-১৭ এবং অনুর্দ্ধ-২০ দলের হয়ে খেলে ফেলেছেন। গত বছরে বিখ্যাত ব্রিটিশ প্রচারমাধ্যম গার্ডিয়ান-এর বিচারে পরবর্তী প্রজন্মের তারকার ৬০ জনের মধ্যে জায়গা পেয়েছেন হিমাংশু। ২০২০-তে বিকাশ ইয়ামনামের পর তিনিই একমাত্র ভারতীয় হিসাবে এই তালিকায় ঠাঁই করে নিতে সক্ষম হয়েছিলেন। সেই প্রতিভাবান হিমাংশুকে সই করিয়ে বেশ কিছুটা চমক দিল লাল-হলুদ শিবির।
আরও পড়ুন: ঠাঁই হল না কনস্টানটাইনের ইস্টবেঙ্গলে! জাতীয় দলের তারকা সই করলেন নর্থ ইস্টে
মিনার্ভা পাঞ্জাব একাডেমি থেকে উত্থান। ট্রায়াল দিয়ে মিনার্ভারই যুব দলে সুযোগ করে নিয়েছিলেন। পরের বছরেই হিরো জুনিয়র আইলিগে ১৮ গোল করে সকলের নজর কেড়ে নেন হিসারের উঠতি এই তারকা। ২০১৮/১৯ মরশুমে হিমাংশুর অপ্রতিরোধ্য ফর্মে ভর করে মিনার্ভা জুনিয়র আইলিগে চ্যাম্পিয়ন হয়। ২০১৯-এ হিমাংশুর মুকুটে নতুন পালক সংযোজন ঘটে। সাফ চ্যাম্পিয়নশিপের অনুর্দ্ধ-১৫ টুর্নামেন্টে তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমা পান। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে সোনা জিততে সাহায্য করেন।
মিনার্ভা ছাড়ার পরে হিমাংশু যোগ দেন পাঞ্জাব এফসিতে। আইলিগের দ্বিতীয় ডিভিশনে নজরকাড়া পারফরম্যান্সের পর পাঞ্জাবের সিনিয়র দলে সুযোগ পেয়ে যান তারকা।
কলকাতায় অবশ্য এবারই প্ৰথম খেলতে আসছেন না। দ্বিতীয় ডিভিশনে মহামেডান এসসি আগেই খেলে গিয়েছেন তারকা। ২০২১ থেকেই দিল্লি এফসির সদস্য তিনি। চলতি বছরের শুরুতে লোনে সই করেছিলেন ইন্ডিয়ান এরোজে। এবার লোনে এলেন ইস্টবেঙ্গলে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল সাড়াই দিল না, বাধ্য হয়ে সই ATKMB-তে! রাতারাতি দলবদলে বিষ্ফোরক নজরকাড়া তারকা
গত বছরে ডুরান্ডে হিমাংশু খেলে গিয়েছেন দিল্লি এফসির হয়ে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দিল্লি জয়ও পেয়েছিল। জুনিয়র পর্যায়ে জোড়া সাফ কাপ জয়ী তারকা একবার টুর্নামেন্টের টপ স্কোরারও হয়েছেন। এমন তারকা ইস্টবেঙ্গলে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, তা সময়ই বলবে।