/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Pogba.jpg)
একই মরশুমে যে এত চমক, তা কল্পনাতীত ছিল। ফ্লোরেন্তিন পোগবাকে সই করানোর পর ভারতীয় ফুটবল এক ধাক্কায় একের পর এক আলোচনার জন্ম দিয়েছিল। এটিকে মোহনবাগান ইউরোপীয় সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছিল।
পোগবার দাদার বন্ধুকে এবার দলবদলের বাজারে সই করিয়ে চমকে দিল মহামেডান এসসি। সেলেগালের ডিফেন্ডার উসমানে এন দিয়ায়েকে সই করিয়েছে মহামেডান। আসন্ন কলকাতা লিগ, ডুরান্ড কাপে তাজিকিস্তানের জাতীয় দলের ডিফেন্ডার নুরুদ্দিন দারভোনভের সঙ্গে জুটি বেঁধে রক্ষণ সামলাবেন তিনি।
তবে ঘটনা হল, উসমানে এন দিয়ায়ে ফ্লোরেন্তিন পোগবার রীতিমত পরিচিত। ফ্রান্সের তৃতীয় ডিভিশনের আর্লেস আভিগন্য-র হয়ে খেলেছেন পাঁচ বছর। তার আগের চার বছর খেলেছেন তৃতীয় ডিভিশনের লিয়ঁ বি দলে। এই সময়ে ফ্লোরেন্তিন পোগবা আবার খেলেছেন সেডান, সেন্ট এতেয়িনের হয়ে। ফরাসি লিগে খেলার সময়েই প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছেন দুজনে একাধিকবার। লিয়ঁ বি দলের হয়ে চার মরশুমে খেলেছেন ৭০টি ম্যাচ। আর্লেস আভিগন্য দলের হয়ে পাঁচ মরশুমে খেলেছেন ১০০টি ম্যাচ।
আরও পড়ুন: একদম অচেনা নয় কলকাতা! এটিকে মোহনবাগানেই রয়েছে পোগবার পুরোনো বন্ধু
তবে প্রতিপক্ষ দুজন সতীর্থ হয়ে যান তুরস্কের দ্বিতীয় ডিভিশনের গেলক্লারবির্গলির হয়ে খেলার সময়। ২০১৭/১৮ মরশুমে আঙ্কারার প্রায় একশো ছুঁইছুঁই এই ক্লাবের রক্ষণের দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ফ্লোরেন্তিন এবং এন দিয়ায়েকে। সেই সিজনে গেলক্লারবির্গলির কোচ ছিলেন উমিত ওজাত। তুরস্কের প্রায় সমস্ত শীর্ষ সারির ক্লাবেই কোচিং করিয়েছেন। বুন্দেশলিগায় এফসি কোলনের সহকারী কোচের দায়িত্বও যিনি সামলেছেন একসময়।
✅DONE DEAL✅
Mohammedan SC have reached an agreement with former Olympique Lyon graduate Ousmane N’Diaye. ⚫️⚪️
Ousmane is a versatile defender who has plied his trade in Ligue 2, Turkish Super League, Moldova Top Tier & Kazakhstan Top Division🔥💪🏻#JaanJaanMohammedanpic.twitter.com/oHAAEVLNDQ— Mohammedan SC (@MohammedanSC) June 27, 2022
সেই সিজনে গেলক্লারবির্গলির স্কোয়াড ছিল নক্ষত্রখচিত। ব্রাজিলের ফ্লুমিনিসে খেলা বর্তমান সেন্টার ব্যাক লুকাস ক্লারো যেমন ছিলেন তেমন ছিলেন সেটিন, অরহান স্যাম, অগুজ, মেহমেত তাসের মত তুরস্কের জাতীয় দলের হয়ে খেলা একাধিক তারকা। স্ট্রাইকার ছিলেন ফেনারবাখের হয়ে খেলা ভেদাত মুরিকি।
আরও পড়ুন: ইউরো কাপ জয়ী যুব বিশ্বকাপের সেরা স্ট্রাইকার হাতছাড়া বাগানের! নাম লেখালেন গোয়ায়
যাইহোক, সেই সিজনে এন দিয়ায়ে প্ৰথম একাদশের নিয়মিত তারকা ছিলেন ১০ ম্যাচ খেলেছেন পোগবার সঙ্গে জুটি বেঁধে। গেলক্লারবির্গলি ছাড়াও তুরস্কের লিগে এন দিয়ায়ে খেলেছেন সামসানস্পোর, ওসমানিস্পোরের হয়ে। এছাড়াও মলডোভা, কাজাখ লিগেও খেলেছেন মহামেডানের নতুন এই সেলেগালিজ ডিফেন্ডার।
সবমিলিয়ে, কলকাতা ময়দানে যে দুই পুরোনো বন্ধুর দ্বৈরথ দেখবে, তা নিশ্চিত।