সবকিছু ঠিকঠাক থাকলে এবার আইএসএলের ইতিহাসে সবথেকে দামি চুক্তি করে ফেলতে চলেছে মুম্বই সিটি এফসি। ব্রাজিলের তারকা স্ট্রাইকার লিও বাপতিস্তাওকে সই করালে সেটাই হবে আইএসএলের সবথেকে দামি চুক্তি। এমনটাই খবর।
লা লিগা তো বটেই ব্রাজিলের ফুটবলেও সাড়া জাগানো নাম লিও বাপতিস্তাও। বর্তমানে ব্রাজিলের অন্যতম সেরা দল স্যান্টোস এফসির হয়ে খেলছেন সিরি-আ লিগে। যুব পর্যায়ে অভিষেক ঘটিয়েছিলেন এসসিয়াকাও এতলেটিকা পর্তুগুয়েসায়, নেইমারের সঙ্গে একই জার্সিতে। সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে লা লিগার নামি দল রায়ো ভালকানোর হয়ে।
আরও পড়ুন: পল পোগবার দাদার পর জর্দি আলবার বন্ধু! একের পর এক বিখ্যাত তারকার ঠিকানা এবার ISL
দীর্ঘ দেড় দশকের কেরিয়ারে স্পেনের আতলেতিকো মাদ্রিদ, ভিলারিয়াল, রিয়েল বেটিস, এস্প্যানিওলের হয়ে যেমন খেলেছেন, তেমন ব্রাজিলের লিগে খেলেছেন নেইমার-পেলেদের ক্লাব স্যান্টোসে।
কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন স্পেনে। সেখানে ১৭৮ ম্যাচে ৩৪ গোল রয়েছে। লা লিগায় খেলার সূত্রে মেসি, নেইমার, সুয়ারেজদের মত তারকাদের প্রতিপক্ষ হিসাবে পেয়েছেন। সবমিলিয়ে, ৩০৩টি ক্লাব কেরিয়ারে ৬০ গোল করেছেন। এর মধ্যে একই মরশুমে সেরা গোলের নজির রয়েছে ৮ গোলের।
মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিল ছেড়ে পাড়ি দিয়েছিলেন স্পেনে। রায়ো-র যুব দল থেকে দ্রুত সিনিয়র স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটেছিল বাপতিস্তাওয়ের। সেই মরশুমেই নজরকাড়া পারফর্মার হিসাবে নিজেকে মেলে ধরেন। রিয়েল বেটিস ম্যাচে গোল করান। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ৩-৪ রুদ্ধশ্বাস ম্যাচে যেমন গোল করেন তেমন এস্প্যানিওল, সেল্টা ভিগোর বিরুদ্ধেও গোল করেছিলেন।
আরও পড়ুন: ISL-এ আর নয়! বিদেশের নামি ক্লাবে যোগ দেওয়ার পথে বাগানের রয় কৃষ্ণ
দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বাপতিস্তাওয়ের কাছে পরের মরশুমেই লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, কুইন্স পার্ক রেঞ্জার্সের মত তারকা খচিত ইপিএল ক্লাবের প্রস্তাব এসেছিল বাপতিস্তাওয়ের কাছে। তবে তিনি লা লিগাতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করেন।
সুপার কোপায় বার্সেলোনার বিরুদ্ধে আদ্রা তুরানের পরিবর্ত হিসাবে প্ৰথমবার আতলেতিকোর জার্সিতে মাঠে নেমেছিলেন। প্ৰথম গোল করেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এফসি জেনিট সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে। দুর্ধর্ষ সেই মরশুমে আতলেতিকোর লা লিগা জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আরও পড়ুন: ATKMB-তে ফের স্প্যানিশ কোচ! এস্প্যানিওলের ম্যানেজার এবার সবুজ মেরুনেরও হেড স্যার
আতলেতিকোয় থাকার সময়েই তাঁকে পরপর তিন বছর লোনে পাঠিয়ে দেওয়া হয় রিয়েল বেটিস, রায়ো ভালকানো, ভিলারিয়ালে। ২০১৯-এ চিনা সুপার লিগে ইউহান জলের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
মুম্বইয়ের সঙ্গে এই বছরের চুক্তির ঠিক আগের মরশুমেই ফিরে গিয়েছিলেন স্যান্টোসে। এবার মাতাবেন আইএসএল।