ইস্টবেঙ্গল যেদিন জোড়া ফুটবলার সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করল সেদিনই সূত্রের খবর জোড়া বিদেশি নির্বাচন চূড়ান্ত করে ফেলল নর্থ ইস্ট ইউনাইটেড। ড্যানিশ সেন্টার ব্যাক মাইকেল জ্যাকবসেনের সঙ্গেই হাইল্যান্ডারদের হয়ে সই করানো হচ্ছে স্প্যানিশ ডিফেন্সিগ মিডফিল্ডার জন গাজাতানাগাকে। অবশ্য স্টপার পজিশনেও খেলতে পারেন তিনি।
স্পেনের একাধিক ক্লাবে খেলে আইএসএল-এর পথে পা বাড়ালেন তিনি। আন্দোআইনের জনের ফুটবল কেরিয়ার শুরু রিয়েল সোসিয়েদাদের যুব সিস্টেম থেকে। সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটেছিল বি দলের হয়ে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে চোট পাওয়া বিদেশি, ম্যান ইউ-র বিরুদ্ধে দুরন্ত গোলের মালিকও এবার ISL-এ
মূল দলের হয়ে অভিষেকের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ২০১৩ পর্যন্ত। গেটাফে এফসির বিরুদ্ধে জন গাজাতানাগার অভিষেক ম্যাচে রিয়েল সোসিয়েদাদ ২-০ গোলে জিতেছিল।
লা লিগায় খেলার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন স্প্যানিশ এই তারকা। ২০১৩-র ডিসেম্বরে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সেই ম্যাচে রিয়েল হারে।
এরপরে ২০১৬ পর্যন্ত গাজাতানাগা সোসিয়েদাদের সঙ্গে চুক্তি বর্ধিত করলেও ২০১৫-য় তাঁকে লোনে খেলতে পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয় ডিভিশনের পনফেরেন্দিনার হয়ে খেলার জন্য। এছাড়াও লোনে খেলেছেন নুমানসিয়ার হয়েও। লা লিগায় খেলার সময় মেসি, ইনিয়েস্তা থেকে এতলেটিকোয় খেলা দিয়েগো কোস্তাকে সামলানোর অভিজ্ঞতা হয়েছে জনের একাধিকবার।
আরও পড়ুন: দোহার্তিকে সই করিয়ে কি বড় ভুল করল ইস্টবেঙ্গল! সমর্থকদের চিন্তা বাড়ছে ভয়ঙ্কর আপডেটে
২০১৮-য় প্ৰথমবার স্পেনের বাইরে খেলতে যান জন গাজাতানাগার। সাইপ্রাসের লিমাসোলের হয়ে সই করেন তিনি। সেই বছরেই তিনি সাইপ্রাসের লিগে লিমাসোলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। সুপার কাপেও তাঁর দল পরের বছর রানার্স হয়।
সিনিয়র জাতীয় দলে জন না খেললেও যুব পর্যায়ে রীতিমত তারকা ছিলেন তিনি। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের অনুর্দ্ধ-১৭ দলে জায়গা পেয়েছিলেন। ফাইনালে সেবার ফ্রান্সকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়। গজাতানাগা স্টপার হিসাবে সেই ম্যাচে খেলেছিলেন প্ৰথম একাদশেই। এছাড়াও ২০০৮-এ কোপা দি আটলান্টিক-এ চ্যাম্পিয়ন স্পেনের স্কোয়াডে ছিলেন তিনি।