/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Sandesh-east-bengal.jpg)
সন্দেশ ঝিংগানের প্রস্থান ঘটে গিয়েছে এটিকে মোহনবাগান শিবির থেকে। বৃহস্পতিবারই ক্লাবের টুইটার হ্যান্ডলে জানিয়ে দেওয়া হয় এই সরকারিভাবে। সূত্রের খবর, হুয়ান ফেরান্দো নিজের বল-পজেশন ভিত্তিক স্টাইলে সন্দেশকে খাপ খাওয়াতে পারছিলেন না। একই কারণে রয় কৃষ্ণ, প্রবীর দাসকেও ছেড়ে দিয়েছে সবুজ মেরুন শিবির।
ফ্লোরেন্তিন পোগবা এবং ব্রেন্ডন হ্যামিলকে সই করানোর পরেই সবুজ মেরুন জার্সিতে সন্দেশের ভবিষ্যত নিয়ে জল্পনা চরমে উঠেছিল। সন্দেশ ঝিংগান প্ৰথম একাদশে নিয়মিত খেলতে চাইতেন। যা আবার ফেরান্দো দিতে আগ্রহী ছিলেন না। শেষমেশ যা দাঁড়াল বিচ্ছেদে।
আরও পড়ুন: হাবাসের ISL চ্যাম্পিয়ন তারকাকেই ধরে রাখছে ইস্টবেঙ্গল! হতে চলেছে তিন বছরের চুক্তি
২০২০-২১ মরশুমে সন্দেশ এটিকে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছিলেন। এর পরে দুই মরশুম খেলেছেন। আইএসএল তো বটেই মেরিনার্সদের জার্সিতে খেলেছেন এএফসি কাপেও। আইএসএল ফাইনালে খেলেছেন। যেখানে মুম্বই সিটি এফসির কাছে এটিকে মোহনবাগান হেরে রানার্স হয়।
Thank you Sandesh Jhingan for your time at the club and all the best for the future! 💚♥️#ATKMohunBagan#JoyMohunBagan#AmraSobujMaroonpic.twitter.com/jnRGPdRc5v
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 28, 2022
সূত্রের খবর, ফ্রি এজেন্ট সন্দেশকে পেতে জোর কদমে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু এফসিও। আইএসএল ছাড়াও নরওয়ে, সুইডেন, ডেনমার্কের ক্লাবের অফার রয়েছে সিবেনিকে খেলা তারকা এই স্টপারের। আপাতত সন্দেশ দ্রুতই সিদ্ধান্ত নেবেন আইএসএলের কোনও ক্লাব নাকি বিদেশের ক্লাবে নিজের ভাগ্য পরীক্ষা করবেন। এর আগে ২০২০-তে ক্রোয়েশিয়ার সিবেনিকে যোগ দিয়েছিলেন তারকা। তবে বিদেশে ক্লাবে খেলার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। একটাও ম্যাচে খেলার সুযোগ পাননি। শেষমেশ চোট পেয়ে ভারতে ফিরে আসেন।
আরও পড়ুন: কনস্টানটাইন কোচ হতেই ইস্টবেঙ্গলে ফিরছেন পুরোনো ছাত্র! ISL চ্যাম্পিয়নকে তুলল লাল-হলুদ
জানা যাচ্ছে সন্দেশ আপাতত ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরুর অফার নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করছেন। তবে ইস্টবেঙ্গলকে এক্ষেত্রে টেক্কা দিতে পারে বেঙ্গালুরু এফসি। জাতীয় দলের অধিকাংশ তারকা বেঙ্গালুরুর হয়ে খেলেন। পেশাদারি পরিকাঠামো স্তরে বেঙ্গালুরু অনেক ক্লাবকেই টেক্কা দেবে।
কনস্টানটাইন চাইলেও সন্দেশকে শেষ মুহূর্তে হয়ত হারাতে হবে বেঙ্গালুরু এফসির কাছে। সন্দেশের ট্রান্সফারের দিকে আপাতত গোটা দেশের ফুটবল মহল তাকিয়ে রয়েছে। কারণ জাতীয় দলের একনম্বর স্টপার তিনি। তাঁর ফর্মের ওপরে নির্ভর করবে টিম ইন্ডিয়ার ভাগ্যও। বেঙ্গালুরু সন্দেশকে সই করানোর ব্যাপারে বেশ আশাবাদী। শেষ ল্যাপে ইস্টবেঙ্গল নাকি বেঙ্গালুরু-কে বাজিমাত করে, সেটাই দেখার।