লাল-হলুদ কোচের হটসিটে স্টিফেন কনস্টানটাইন। তারপরেই ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন ঘটছে তারকা গোলকিপার শুভাশিস রায়চৌধুরির। লাল-হলুদ জার্সিতে তিনটি আলাদা আলাদা স্পেলে খেলেছেন আগেই। বাঙালি তারকা গোলকিপার চতুর্থ স্পেলে খেলতে প্রস্তুতি নিচ্ছেন পুরোনো ক্লাবের হয়ে।
জাতীয় দলে থাকার সময় কনস্টানটাইনের কোচিংয়ে খেলেছেন। এক অর্থে ইস্টবেঙ্গলে শুভাশিসের রি ইউনিয়ন ঘটছে প্রাক্তন কোচের সঙ্গে। টাটা ফুটবল একাডেমির গ্র্যাজুয়েট শুভাশিস ইস্টবেঙ্গলের জার্সিতেই কেরিয়ার শুরু করেছিলেন প্রায় দু-দশক আগে। তারপরে মাহিন্দ্রা ইউনাইটেড, ডেম্পো, আতলেতিকো কলকাতা, দিল্লি ডায়নামোস, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসির হয়ে খেলা চালিয়ে গিয়েছেন আইএসএল, আইলিগে।
আরও পড়ুন: মনে হয় না কনস্টানটাইন আমার থেকে বড় কোচ! ইস্টবেঙ্গলের কোচ ঘোষণার দিনেই বিষ্ফোরক কোস্তা
সূত্রের খবর, শুভাশিস নিজেও পুরোনো ক্লাবে ফিরতে আগ্রহী ছিলেন। জাতীয় দলের প্রাক্তন কোচের অধীনে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/FYu4c61aAAAxF9P.jpeg)
শুভাশিসের কেরিয়ারে মুকুটের অভাব নেই। আতলেতিকো কলকাতার জার্সিতে প্ৰথম মরশুমেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিলেন। স্বাগতিক মরশুমে প্ৰথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এমার্জিং গোলকিপারের সম্মানও পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ যেমন জিতেছেন, তেমন সাফ চ্যাম্পিয়নশিপ, দু-বার নেহেরু কাপ জয়ের শিরোপা।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল নয়, ISL-এ এই দলের কোচিংয়ের দৌড়েও ছিলেন কনস্টানটাইন! ইন্টারভিউ পর্যন্ত গড়ায় নিয়োগ
২০১৯ থেকে নর্থ ইস্টেই খেলছেন শুভাশিস। গত তিন মরশুম ধরে ৪০ ম্যাচ খেলা নর্থ ইস্টের অতন্দ্র প্রহরী শুভাশিস শেষে ফিরছেন পুরোনো ক্লাবে। তাঁর এই প্রত্যাবর্তন সমর্থকদের কতটা আশ্বস্ত করে, সেটাই আপাতত দেখার।