/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/as.jpg)
দেশের 'সোনার' ছেলে অভিষেক এবার বন্দুক চালিয়ে বিশ্বকাপে (ছবি-টুইটার/ইন্ডিয়া অল স্পোর্টস)
শনিবার সকালে ভারতের জন্য সুখবর নিয়ে আসলেন অভিষেক বর্মা। বছর উনত্রিশের চণ্ডীগড়ের যুবক চিনের বেজিংয়ে অনুষ্ঠিত আইএসএএসএফ (ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন) শুটিং বিশ্বকাপ থেকে সোনা ছিনিয়ে আনলেন।
শুধুই সোনাই জিতলেন না অভিষেক, দেশের পঞ্চম অ্যাথলিট হিসেবে টোকিও অলিম্পিকে টিকিট অর্জন করলেন। এর আগে দিল্লি বিশ্বকাপে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সৌরভ চৌধুরি প্রথম স্থান অধিকার করে অলিম্পিকের টিকিট পান দেশের প্রথম শুটার হিসেবে। অভিষেক অলিম্পিকে যাচ্ছেন দেশের দ্বিতীয় শুটার হিসেবে।
আরও পড়ুন: এশিয়াডের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সৌরভের সোনা
অভিষেক কেরিয়ারের দ্বিতীয় শুটিং বিশ্বকাপ খেলতে নেমেছিলেন বেডিংয়ে। শুটিংয়ের শোপিস ইভেন্টে এবারই প্রথম ফাইনালে ওঠেন তিনি। অসম্ভব ঠান্ডা মাথায় পরিচয় দিয়ে অভিষেক পিছনে ফেলে দেন রাশিয়ার আর্তেম চেরেনসভ ও কোরিয়ার সিউনগো হানকে। রাশিয়ার প্রতিযোগী ২৪০.৪ পয়েন্টের সুবাদে রুপো পেয়েছেন। কোরিয়ার হান ২২০.০ পয়েন্ট পেয়ে ফাইনালে তিন নম্বর স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতেছেন। চ্যাম্পিয়ন অভিষেকের ফাইনাল স্কোর ২৪২.৭। অভিষের ৫৮৫ পয়েন্ট পেয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন।
News Flash: 5th Shooting Quota for India.
Abhishek Verma wins GOLD medal in 10m Air Pistol event and even more importantly wins Olympic Quota for India.
Abhishek scored 242.7 points in Final. pic.twitter.com/DshbGZbtWk— India_AllSports (@India_AllSports) April 27, 2019
What composure from this young lad. #AbhishekVerma strikes Gold at @ISSF_Shooting World Cup Beijing in 10m Air Pistol Men. With this ???????? will field 2 athletes in the event in @Tokyo2020 . @IndiaSports@Media_SAI@OfficialNRAI#IndiaShooting
— Joydeep Karmakar OLY (@Joydeep709) April 27, 2019
অভিষেক গত বছর এশিয়ান গেমসে অভিষেক করেছিলেন। সেবার ব্রোঞ্জ জেতেন তিনি। শুটিংটাকে হবি হিসেবে নিয়েও আজ দুরন্ত সাফল্য তাঁর ঝুলিতে। তিন বছরের মধ্যেই জাতীয় দলে নিজের নাম লিখিয়ে নেন।