একেই বলে ‘সোনার’ দৌড়! সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে সোনা জিতে নজির গড়েছিল ভারতের সৌরভ চৌধুরি। বছর ষোলোর উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা ১০ মিটার এয়ার পিস্তলে দেশের জন্য সোনা ছিনিয়ে এনেছিল। এবার ১০ মিটার এয়ার পিস্তলেই সে সোনা জিতল আইএসএসএফ (ইন্টারন্যসনাল শুটিং স্পোর্ট ফেডারেশন) শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। দক্ষিণ কোরিয়ার চাংওন শহরে বসেছে এই আসর।
সৌরভ তৃতীয় স্থানে শেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠেন ৫৮১ পয়েন্ট নিয়ে। তারপরেই স্বর্ণ পদক ছিনিয়ে আনে সে। সৌরভের ফাইনাল শটে পারফেক্ট ১০ মার্ক হাতছাড়া করেন ঠিকই। যদিও শেষ করেন নতুন জুনিয়র বিশ্বরেকর্ড গড়ে। সৌরভের স্কোর ছিল ২৪৫.৫। ফাইনালে দ্বিতীয় সিরিজের পাঁচটি শটের পরেই সৌরভ এগিয়ে যায়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। কোরিয়ার হোজিন লিম রুপো জেতেন এই ইভেন্টে। আরেক ভারতীয় শুটার অর্জুন সিং চিমা ব্রোঞ্জ জিতেছেন। তাঁর স্কোর ২১৮।
আরও পড়ুন: Asian Games 2018: চাষের কাজেও বাবাকে সাহায্য করে ‘সোনার’ ছেলে সৌরভ
আরও সুখবর আছে ভারতীয়দের জন্য়। টিম ইভেন্টে সৌরভ, চিমা ও আনমোল জৈনের হাত ধরে রুপো এসেছে। স্কোর ১৭৩০। কোরিয়া নতুন জুনিয়র বিশ্বরেকর্ড (১৭৩২ পয়েন্ট) গড়ে সোনা পেয়েছে। ১৭১১ পয়েন্টের সুবাদে রাশিয়া তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেয়েছে।