ICC T20 World Cup: ফুটবলের পর এবার ২২ গজের বিশ্বকাপে ইতালি! ইতিহাসের দোরগোড়ায় বুঁফো-দেল পিয়েরোর দেশ

Italy ICC T20 World Cup 2026: ইতালির ক্রিকেট দল তাদের প্রথম টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার ইউরোপীয় কোয়ালিফাইং টুর্নামেন্টে তারা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে।

Italy ICC T20 World Cup 2026: ইতালির ক্রিকেট দল তাদের প্রথম টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার ইউরোপীয় কোয়ালিফাইং টুর্নামেন্টে তারা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Italy Cricket Team: এবার ক্রিকেট বিশ্বকাপে খেলার মুখে ইতালি

Italy Cricket Team: এবার ক্রিকেট বিশ্বকাপে খেলার মুখে ইতালি

Italy beats Scotland in European Qualifying Tournament: বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত দুটি ফিফা বিশ্বকাপে যোগ্যতাই অর্জন করতে পারেনি। ইতালির ফুটবল দল টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে রয়েছে। রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে না খেলার পর এবারও তাদের অনুপস্থিতি প্রায় নিশ্চিত। বুঁফো-দেল পিয়েরোর দেশের ফুটবলের ভবিষ্যৎ একপ্রকার অন্ধকারে।

Advertisment

এবার সেই ক্ষতে প্রলেপ দিতে পারে এই সুখবর। ইতালির সমর্থকদের কাছে আগামী বছর নতুন এক জাতীয় দলকে সমর্থন করার সুযোগ তৈরি হতে পারে। ইতালির ক্রিকেট দল তাদের প্রথম টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) জায়গা করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার ইউরোপীয় কোয়ালিফাইং টুর্নামেন্টে তারা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে।

ইতালি দলের অধিনায়ক জো বার্নস, যিনি গত বছর ইতালির হয়ে খেলার আগে অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট খেলেছিলেন, বললেন, “বিশ্বকাপের কাছাকাছি থাকা? এটা একেবারে অবিশ্বাস্য অনুভূতি। এই মুহূর্তের জন্য আমি ছেলেদের উপর খুব গর্বিত। আশা করি, এটি আরও বড় কিছু আসার প্রথম ধাপ। এই দলটা খুবই আবেগপ্রবণ।”

Advertisment

তিনি আরও বলেন, “স্কটল্যান্ড দুর্দান্ত একটি দল। ওদের হারানো আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ আর ফেডারেশনের কঠোর পরিশ্রম আর ত্যাগের জন্য বড় পুরস্কার।”

আরও পড়ুন ৫ বলে ৫ উইকেট! তারকা ক্রিকেটারের অনন্য নজিরে বিশ্ব ক্রিকেটে নয়া ইতিহাস

স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন বলেন, “ইতালিকে অনেক কৃতিত্ব দিতে হবে, তারা আজকের কন্ডিশনে বল হাতে আমাদের হারিয়ে দিয়েছে। আজকের দিনটা কঠিন, তবে এই ম্যাচ থেকে কী শেখা যায়, সেটাই আসল। আমরা শক্তভাবে ফিরে আসার চেষ্টা করব। শুক্রবারের ম্যাচের দিকেই এখন আমাদের মনোযোগ, সেটা জিততে হবে, বাকিটা আপনাআপনি ঠিক হয়ে যাবে।”

ইউরোপের রিজিওনাল কোয়ালিফায়ার গ্রুপে এক নম্বরে রয়েছে ইতালি। তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে না জিতলেও নেট রানরেটে সহজেই গ্রুপ শীর্ষে তারা শেষ করবে। আর তা হলে আগামী টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবে আজ্জুরিদের। ফুটবলের জ্বালা কিছুটা হলেও ইতালিয়ানরা ক্রিকেটে মেটাতে পারবেন।

ICC T20I World Cup 2026