Shikhar Dhawan Sophie Shine love story: প্রেম করছেন শিখর ধাওয়ান। অবশেষে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন যে, তিনি সোফি শাইনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যার ফলে তাঁদের নিয়ে চলা সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। শিখর ও সোফি অনেক দিন ধরে একে অপরকে ডেট করছেন, এবং তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার ফলে এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। তবে এতদিন ধাওয়ান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা পালন করছিলেন, কিন্তু এবার সোফি শাইন তাঁর সঙ্গে মিলে ইনস্টাগ্রামে সম্পর্কের কথা ঘোষণা করেছেন।
সোফি শাইন-ধাওয়ানের প্রেম
সোফি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রেড হার্ট ইমোজি সহ ক্যাপশন লিখেছেন, "আমার ভালবাসা"।
সম্প্রতি সোফি শাইন ভারত ও আশেপাশের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন এবং ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে নিজের ছবি পোস্ট করেছেন। এছাড়া তাঁকে শিখর ধাওয়ানের সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গেছে। তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধাওয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন, যেখানে ধাওয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ছিলেন।
শিখর ধাওয়ানের দ্বিতীয় সম্পর্ক
এই সম্পর্ক ধাওয়ানের জীবনে দ্বিতীয় প্রেম। তিনি ২০২৩ সালে প্রথম স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ করেছিলেন। তাঁদের একটি ছেলে আছে, যার নাম জোরাবর, এবং সে বর্তমানে অস্ট্রেলিয়ায় মায়ের সঙ্গে থাকে। ধাওয়ান জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে এবং তাঁর ফোন নম্বর ব্লক করা হয়েছে।
সোফি শাইন কে?
সোফি শাইনের জন্ম আয়ারল্যান্ডে। তিনি একজন প্রোডাক্ট কনসালটেন্ট এবং তাঁর পেশাগত কেরিয়ার অত্যন্ত সমৃদ্ধ। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন এবং আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আবু ধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে সেকেন্ড ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
ধাওয়ান ও সোফির সম্পর্কের সময়কাল
এক রিপোর্ট অনুযায়ী, ১৩ জুন ২০২৩-এ ধাওয়ান প্রথমবার সোফি শাইনের ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছিলেন। সূত্রের দাবি অনুযায়ী, ধাওয়ানের সঙ্গে সোফির প্রথম দেখা দুবাইয়ে কয়েক বছর আগে হয়েছিল। সম্পর্কের সূচনা একটি সাধারণ বন্ধুত্ব হিসেবে হলেও পরে গভীর ভালবাসায় পরিণত হয়েছে।
জানা গেছে, তারা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন।