Advertisment

Pakistan Dressing Room.: ড্রেসিংরুমে ভারতের নাম মুখে আনাও পাপ! বিস্ফোরক সত্যিটা জানিয়ে দিলেন পাকিস্তানি ক্যাপ্টেন

Mohammad Haris on Pakistan dressing room: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় উত্তাপ বহুদিন আগেই রাজনীতির সঙ্গে মিশে গিয়েছে। দুই দলই পরস্পরের বিরুদ্ধে ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

India-Pakistan: এই সম্প্রীতি কি স্রেফ লোকদেখানো? (ছবি- টুইটার)

Emerging Asia Cup: ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ মানেই ব্যাপক উত্তাপ, উত্তেজনা। এমনটাই মনে করে এই উপমহাদেশের পাঁচ বছর বয়সি শিশুও। এতদিন সেই উত্তাপকে খেলার দুনিয়া নানাভাবে ঢাকার চেষ্টা করেছে। কিন্তু, পাকিস্তানের অধিনায়ক এমন তথ্য ফাঁস করে দিলেন, যাতে স্পষ্ট যে এই উত্তাপের যথেষ্ট কারণ আছে। রীতিমতো চমকে দিয়ে তিনি জানিয়েছেন, দুই দলের মধ্যে সম্পর্কটা এমনই যে, 'পাকিস্তান ড্রেসিরুমে ভারত সম্পর্কে কথা বলা পর্যন্ত নিষিদ্ধ।'

Advertisment

এই অধিনায়ক হলেন পাকিস্তান এ বা পাকিস্তান শাহিনস দলের নেতা মহম্মদ হারিস। তিনি এশিয়া কাপের আগে এক ভিডিওতে জানিয়েছেন, তাঁদের ড্রেসিংরুমে ভারত সম্পর্কে কোনও কথা বলাই কঠোরভাবে নিষিদ্ধ। ১৯ অক্টোবর (শনিবার), ভারত-পাকিস্তান এ দলের এশিয়া কাপের ম্যাচ। তার আগে একথা জানিয়েছেন শাহিনস। উল্লেখ্য, পাকিস্তান ইমার্জিং টিমস এশিয়া কাপের গতবারের চ্যাম্পিয়ন। ফাইনালে তারা ভারতকে হারিয়েছিল। 

ইন্টারনেটে হারিসের বক্তব্যের সেই ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তান অধিনায়ক সেই ভিডিওয় সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, 'আপনাকে একটা কথা বলতে পারি। সেটা হল, আমাদের ড্রেসিংরুমে ভারতের ব্যাপারে কথা বলা পুরোপুরি নিষিদ্ধ।' তাই, বলে টুর্নামেন্টে তাঁরা শুধু ভারতের ওপর ফোকাস করতে চান না, সেকথাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। বছর ২৩-এর উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, তাঁর শুধু ভারতই নয়। টুর্নামেন্টের সব দলের বিরুদ্ধেই আলাদা স্ট্র্যাটেজি তৈরি করবেন।

আরও পড়ুন- কেরিয়ার হয়ত শেষ মহম্মদ শামির! বোর্ডের সমস্ত প্ল্যানিং ধ্বংস হয়ে বিস্ফোরক আপডেট প্রকাশ্যে

ইমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৪-এ ভারত ছাড়াও ওমান, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেও খেলতে হবে পাকিস্তানকে। সেকথা মাথায় রেখে পাকিস্তান অধিনায়ক বলেছেন, চিরশত্রুতা থাকতেই পারে। কিন্তু, টুর্নামেন্টে সব দলের বিরুদ্ধেই জিততে হবে। না-হলে টুর্নামেন্ট জেতা সম্ভব হবে না। তাঁরা এবারও এই কাপ জিততে চান। আর, সেজন্য সব দলের প্রতিই তাঁরা নজর রাখছেন। প্রতিটি দলের জন্যই আলাদা রণকৌশল তৈরি করবেন। 

Asia Cup Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment