Advertisment

দায়িত্ব ছাড়লেন কেকেআরের কাণ্ডারি! শাহরুখের সংসার ভেঙে ছারখার

আইপিএলের প্রথম তিন সংস্করণে আরসিবি-র হয়ে খেলার পরে ২০১১ সাল থেকে ক্রিকেটার কালিসের আবির্ভাব ঘটে কেকেআর সংসারে। তারপর নয় বছর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
kkr

কেকেআরের স্কোয়াডে এবার একাধিক পরিবর্তন (ফেসবুক)

বিশ্বকাপের ফাইনালের দিনেই বড় খবর। কেকেআর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জাক কালিস। দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গেই আরও বেশ কিছু কোচিং স্টাফের সদস্যও দায়িত্ব ছাড়লেন। ফলে মরশুম শুরু হওয়ার আগেই কেকেআর সংসার কার্যত ভাঙা হাটে পরিণত হল। ২০১৫-র অক্টোবরে কেকেআরে নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন জাক কালিস। সেই সময় ইংল্যান্ড ক্রিকেটের কোচ হওয়ায় সরে দাঁড়াতে হয়েছিল ট্রেভর বেইলিসকে। সহকারী কোচের পদ থেকে একেবারে হেড কোচই হয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান।

Advertisment

আইপিএলের প্রথম তিন সংস্করণে আরসিবি-র হয়ে খেলার পরে ২০১১ সাল থেকে ক্রিকেটার কালিসের আবির্ভাব ঘটে কেকেআর সংসারে। তারপর থেকে তিনি নাইট রাইডারদের সংসারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ২০১২ সালেই কেকেআরকে প্রথমবার ট্রফি জিততে সাহায্য করেন তারকা অলরাউন্ডার। সেই মরশুমে ৪০৭ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও দখল করেছিলেন তিনি। ২০১৪ সালে কেকেআর দ্বিতীয়বার আইপিএল জেতার মরশুমেও কালিস স্কোয়াডের অংশ ছিলেন। সেই সংস্করণই ছিল কালিসের ক্রিকেটার হিসেবে কেকেআরে কাটানো শেষ বছর।

jack kallis কেকেআরের কোচ থাকাকালীন জাক কালিস (বিসিসিআই)

আরও পড়ুন আগামী বছরে নতুন আইপিএল! বিশ্বকাপে মাঝেই গোপনে বড় সিদ্ধান্ত ফাঁস

মুম্বই মিরর-কে কালিস বলেছেন, "নয় বছর কেকেআর সংসারে ক্রিকেটার, মেন্টর এবং হেড কোচ হিসেবে কাটানোর পরে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে।" নাইটদের এক কর্তা বলেছেন, "জাক কালিস সবসময়েই স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এবং ভবিষ্যতেও থাকবেন। কেকেআরকে আন্তর্জাতিক ব্র্যান্ডের স্তরে উন্নীত করার জন্য কালিসের সঙ্গে নতুন করে কাজ করতে চাই আমরা।"

কালিস কোচ থাকাকালীন ট্রফি না জিতলেও বরাবরই টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল ছিল কেকেআর। চার বছর কালিসের কোচিংয়েই কেকেআর তিনবার প্লে অফে উঠেছে। কিছুদিন আগে শেষ হওয়া সংস্করণে কেকেআর অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি।

KKR Kolkata Knight Riders IPL
Advertisment