/indian-express-bangla/media/media_files/2025/05/07/0LuvS4mDxKIuWuNOWUtL.jpg)
Gambhir on Operation Sindoor: ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে পোস্ট গৌতম গম্ভীরের
Operation Sindoor: ভারত পহেলগাঁও হামলার বদলা নিয়ে ফেলেছে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের সেনাবাহিনী সফল এয়ারস্ট্রাইক চালিয়েছে। এই অভিযানে জঙ্গিদের ৯টি ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। ভারত এবার এই হামলার কড়া জবাব দিয়েছে।
ভারতের এই প্রতিক্রিয়ামূলক পদক্ষেপে গোটা দেশের মধ্যে, বিশেষ করে ক্রিকেট মহলে, এক নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। টিম ইন্ডিয়ার হেড কোচ কোচ গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় সেনার সাহসিকতার প্রশংসা করেছেন।
গম্ভীর টুইটারে Operation Sindoor-এর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "জয় হিন্দ"।
Jai Hind! 🇮🇳🇮🇳 pic.twitter.com/dTN5Cm8yiX
— Gautam Gambhir (@GautamGambhir) May 7, 2025
কেন এই অভিযান ছিল জরুরি?
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে বর্বরোচিত জঙ্গি হামলা চালানো হয়। হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারান। এর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দেন, ভারত এই ঘটনার উপযুক্ত জবাব দেবে। ২৯ এপ্রিল সেনার তিন শাখার প্রধান, সিডিএস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন— কবে, কোথায়, কীভাবে জবাব দিতে হবে, তা সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজে।
আরও পড়ুন 'ভারত মাতা কি জয়!', Operation Sindoor-এর সাফল্যে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার তারকারা
কোথায় অভিযান চালানো হয়েছে?
জানা গেছে, জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই ঘটনার ঠিক ১৫ দিন পর, ৬ ও ৭ মে-র মাঝরাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে সেইসব জায়গায় অভিযান চালানো হয়, যেখানে জঙ্গিদের গোপন ঘাঁটি ছিল। মোট ৯টি টার্গেট চিহ্নিত করে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটির ক্ষতি না করেই শুধুমাত্র সন্ত্রাস ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
কেন Operation Sindoor নাম?
২২ এপ্রিলের সেই মর্মান্তিক হামলায় জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে হিন্দু পুরুষদের আলাদা করে তাঁদের পরিবারের সামনেই হত্যা করে। অনেক মহিলার স্বামী এই হামলায় প্রাণ হারান। কিছু মহিলার তো সদ্য বিয়ে হয়েছিল, এবং তাঁরা স্বামীর সঙ্গে পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন। এই মহিলাদের সিঁথির সিঁদুর মুছে যায় এই হামলায়। সেইসব সাহসী মহিলাদের সম্মানেই এই জবাবি অভিযানকে নাম দেওয়া হয়েছে — Operation Sindoor।