ISL Semifinal: আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি

In ISL, Jamshedpur FC secured a 2-0 victory over NorthEast United to reach the semifinals, where they will face Mohun Bagan. আইএসএল-এ জামশেদপুর এফসি ২-০ গোলে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে, তারা মোহনবাগানের মুখোমুখি হবে।

In ISL, Jamshedpur FC secured a 2-0 victory over NorthEast United to reach the semifinals, where they will face Mohun Bagan. আইএসএল-এ জামশেদপুর এফসি ২-০ গোলে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে, তারা মোহনবাগানের মুখোমুখি হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Brazil vs India: চেন্নাইয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে ব্রাজিল লেজেন্ডসের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া অল স্টার্স

Brazil vs India: চেন্নাইয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে ব্রাজিল লেজেন্ডসের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া অল স্টার্স। (ছবি- ফেসবুক)

Jamshedpur FC Defeats NorthEast United 2-0 to Set Up ISL Semifinal Clash with Mohun Bagan: আইএসএলের সেমিফাইনালে এবার মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। আজ, রবিবার (৩০ মার্চ), শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বিতীয় নক আউট প্লে অফের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ২-০ গোলে পরাজিত করেছে খালিদ জামিলের দল। ম্যাচের ২৯ মিনিটে স্টিফেন এজের গোলে এগিয়ে গিয়েছিল জামশেদপুর। 

Advertisment

প্রথমার্ধে এই এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও অনেকক্ষণ কোনও গোল হয়নি। কিন্তু, ৮৮ মিনিটে মোবাশির রহমান লাল কার্ড দেখায় দশজনের হয়ে যায় জামশেদপুর এফসি দল। এই সময়ে গোল শোধ করার জন্য জামশেদপুরকে চেপে ধরে নর্থইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু, তাদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতি আক্রমণ থেকে অতিরিক্ত সময়ের ৯  মিনিটের মাথায় জাবি হার্নান্দেজ গোল করে জামশেদপুর এফসি-কে ২-০ গোলে জয় এনে দেন।

এর পাশাপাশি এদিনই আই লিগে আজকের শেষ ম্যাচে গোকুলম কেরল এফসি ১-০ গোলে শ্রীনিদি ডেকান এফসি-কে পরাজিত করেছে। কোজিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটের মাথায় থাবিসো ব্রাউন ম্যাচের একমাত্র গোলটি করেছেন। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গোকুলম কেরল এফসি।

এর আগে রবিবারের প্রথম ম্যাচে, পঞ্জাবের শ্রী ভাইনি সাহিবের নামধারী স্টেডিয়ামে নামধারী এফসি ২-১ গোলে পরাজিত করেছে এসসি বেঙ্গালুরুকে। এরপর আজকেরই দ্বিতীয় ম্যাচে, দক্ষিণ গোয়ার রাইয়া পঞ্চায়েত মাঠে চার্চিল ব্রাদার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার কাশী।

Advertisment

এর পাশাপাশি আজ ইন্ডিয়ান উইমেন্স লিগেরও ম্যাচ ছিল। ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এ আজ গ্রুপ এ-তে সুরুচি সংঘ ২-০ গোলে পরাজিত করেছে এফসি টুয়েমকে। এই গ্রুপের অপর ম্যাচে ক্রীড়া প্রবোধিনী পুনে আবার ২-০ গোলে স্পোর্টস অথরিটি অফ গুজরাত ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে জিতেছে।

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে এদিনই নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে আজকের দ্বিতীয় ম্যাচে শ্রীনিদি ডেকান এফসি-কে ২-০ গোলে পরাজিত করেছে মোহনবাগান। গ্রুপ বি-র এই ম্যাচটিতে ১২ মিনিটে থুমসোল টংসিনের গোলে এগিয়ে গিয়েছিল মেরিনাররা। প্রথমার্ধ এই এক গোলে শেষ হওয়ার পর ৮০ মিনিটে সের্তো ওরনেইলেন কম গোল করে মোহন বাগানকে ২-০ গোলে জয় এনে দিয়েছেন। এদিনই সকালে এই গ্রুপের অপর ম্যাচে ভরত লাইরেনজামের জোড়া গোলের সুবাদে ক্ল্যাসিক ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে ডেম্পো স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে।

আরও পড়ুন- ব্যর্থ অনিকেতের লড়াই, রবিবারই অস্ত গেল সানরাইজার্সের সূর্য, দিল্লির কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

এসবের মধ্যেই চেন্নাইয়ে আজ প্রাক্তনদের এক আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ হয়েছে। যেখানে ব্রাজিল লেজেন্ডসের কাছে ২-১ গোলে হেরেছে ইন্ডিয়া অল স্টার্স। ৩৫ মিনিটের দুই অর্ধের এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৪৩ মিনিটে ভায়োলার গোলে এগিয়ে যায় ব্রাজিল দল। এই গোলের ঠিক পরের মুহূর্তেই কিক অফ থেকে শুরু হওয়া আক্রমণে ভারতের অনুর্দ্ধ-২০ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ গোল করে ভারতীয় দলকে সমতায় ফেরান। কিন্তু, ৫১ মিনিটে অলিভিয়েরার গোলে ফের এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ ফলাফলেই পরাজিত হন ভারতের প্রাক্তন ফুটবলাররা।

Sports News sports Football Mohun Bagan ISL