IPL 2025, DC vs SRH: ব্যর্থ অনিকেতের লড়াই, রবিবারই অস্ত গেল সানরাইজার্সের সূর্য, দিল্লির কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

Delhi Capitals chased down 163 in just 16 overs to hand Sunrisers Hyderabad a 7-wicket defeat. Read the full match analysis here. পরে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস ১৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৩ রান তুলে নিয়েছে।

Delhi Capitals chased down 163 in just 16 overs to hand Sunrisers Hyderabad a 7-wicket defeat. Read the full match analysis here. পরে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস ১৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৩ রান তুলে নিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
DC vs SRH: বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের একটি মুহূর্ত

DC vs SRH: বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- আইপিএল)

IPL 2025: Delhi Capitals Dominate Sunrisers Hyderabad with a 7-Wicket Victory: দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে ঘরের মাঠেই ৭ উইকেটে পরাজিত হল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫ এর এই ১০ম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৪ ওভারে ১০ উইকেটে তুলেছিল ১৬৩ রান। জবাবে ১৬ ওভার ৩ উইকেটে ১৬৬ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। 

Advertisment

অভিষেক পোরেল ১৮ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৪ রান ও ট্রিস্তান স্টাবস ১৪ বলে ৩টি চার-সহ ২১ রানে অপরাজিত থেকে যান। এর আগে জিশান আনসারির বলে আউট হন দিল্লির উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তিনি ৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৫ রান করেন। তার আগে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ। তিনি ৩২ বলে ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ রান করেন। ফাফ ডু প্লেসিস ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয় মেরে ৫০ রান করেন। তিনি জিশান আনসারির বলে ধরা পড়েন উইলেম মুল্ডারের হাতে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স। তা দেখে গ্যালারিতে উপস্থিত দর্শকরা আনন্দে রীতিমতো হইহই শুরু করে দেন। কারণ, হায়দরাবাদের বিশাখাপত্তনমে এসিএ-ভিডিসিএ (ACA-VDCA) ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেলও জানিয়ে দেন, টস জিতলে তিনিই প্রথমে ব্যাটিং নিতেন। তবে হায়দরাবাদের সমর্থকদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

১ বলে ১ রান করার পরই রান আউট হন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেন বিপ্রজ নিগম। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্তান স্টাবসের হাতে ধরা পড়েন ঈশান কিষাণ। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে যান। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেন। কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েন অভিনব মনোহর। তিনি ৬ বলে ৪ রান করেন।

Advertisment

আরও পড়ুন- দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে

কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি ৭ বলে ২ রান করেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন অনিকেত বর্মা। তিনি ৪১ বলে ৫টি চার এবং ৬টি ছয়-সহ ৭৪ রান করেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন হর্ষাল প্যাটেল। তিনি ৯ বলে ৫ রান করেন। স্টার্কের বলেই ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েন উইলেম মুল্ডার। তিনি ১১ বলে ১টি চার-সহ ৯ রান করেন। মহম্মদ শামি ১ বলে ১ রান করে নটআউট থেকে যান।  

cricket Cricket News Delhi Capitals Sunrisers Hyderabad Indian Premier League (IPL)