Aaqib Javed-Jason Gillespie: আকিব জাভেদটা পুরো জোকার! পাকিস্তানের হেড কোচের সম্মান নিয়ে টানাটানি বিশ্বসেরা অজি তারকার

Jason Gillespie slams Aaqib Javed: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার পরও আকিব জাভেদ যেভাবে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আঁকুপাঁকু করছেন, তাতে বেজায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Aaqib Javed-Jason Gillespie: আকিব জাভেদ ও জেসন গিলেসপি

Aaqib Javed-Jason Gillespie: আকিব জাভেদ ও জেসন গিলেসপি। (ছবি- ফেসবুক)

Jason Gillespie slams Aaqib Javed: অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ-এর তীব্র সমালোচনা করেছেন। তাঁকে 'ভাঁড়' বলে কটাক্ষ করেছেন। পাকিস্তানের সব ফরম্যাটের কোচ হওয়ার জন্য আকিব জাভেদ যে চেষ্টা চালাচ্ছেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন গিলেসপি।

Advertisment

পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ দাবি করেছেন, পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থাপনায় ক্রমাগত পরিবর্তন দলের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, অংশগ্রহণকারী দেশ নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর, বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে।

এই প্রসঙ্গে আকিব এক সাংবাদিক বৈঠকে বলেন, 'গত দুই বছরে আমরা প্রায় ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক বদলেছি। এই নীতি বিশ্বের যে কোনও দলে প্রয়োগ হলে, তাদের অবস্থাও একইরকম হবে। যতক্ষণ না শীর্ষস্তর থেকে নিচতলা পর্যন্ত স্থিতিশীলতা আসছে, ততক্ষণ পর্যন্ত কোনও উন্নতি সম্ভব না।'

তবে গিলেস্পি আকিবের এই বক্তব্যকে “হাস্যকর” বলে উল্লেখ করেছেন। ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা গিলেস্পি ৭১টি টেস্ট ও ৯৭টি ওডিআই খেলেছেন। ২০২৩ সালের এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে নিয়োগ পান তিনি, তবে আট মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই পদত্যাগ করেন। তিনি ছিলেন দ্বিতীয় বিদেশি কোচ যিনি পাকিস্তান দলের দায়িত্ব ছেড়ে যান, তার আগে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন সীমিত ওভারের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

Advertisment

আরও পড়ুন- ভারতকে নিয়ে হিংসায় জ্বলছেন দক্ষিণ আফ্রিকান তারকা! নিউজিল্যান্ডের কাছে হেরেই সূচি নিয়ে তোপ

গিলেসপি এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আকিব আড়ালে গ্যারি ও আমার বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল, যাতে ও সব ফরম্যাটের কোচ হতে পারে। ও একটা ভাঁড়।' আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি (PCB) এখনও নতুন প্রধান কোচের সন্ধান শুরু না করায়, আকিব অন্তত ১৬ মার্চ শুরু হতে চলা নিউজিল্যান্ড সফর পর্যন্ত পাকিস্তান দলের কোচের দায়িত্বে থাকবেন, এটা একপ্রকার নিশ্চিত।

এটা ঠিক যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকিবের কোচিংয়ে থাকা দলের খেলা দেখে মনে হয়নি যে তারা ট্রফি কেন ম্যাচ জিততে পারে। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টির কারণে খেলা হয়নি। সেটা হলে, সেখানেও আকিবের পাকিস্তান দল জিততে পারত কি না, তা নিয়েও নিশ্চিত ছিলেন না বিশেষজ্ঞরাও।

cricket Champions Trophy Cricket News Pakistan Cricket Team Aaqib Javed