Advertisment

দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ৫০ উইকেট বুমরার

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্টিগায় আগুন জ্বালিয়েছেন ইশান্ত শর্মা। একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাঁর সৌজন্য়েই ক্য়ারিবিয়ানরা ২৯৭ রানের জবাবে আট উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah become fastest Indian pacer to reach 50 Test wickets

দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ৫০ উইকেট বুমরার (ছবি-টুইটার/বিসিসিআই)

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্টিগায় আগুন জ্বালিয়েছেন ইশান্ত শর্মা। একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাঁর সৌজন্য়েই ক্য়ারিবিয়ানরা ২৯৭ রানের জবাবে আট উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে।

Advertisment

 

ইশান্তের মঞ্চেই মাইলস্টোন স্পর্শ করলেন জসপ্রীত বুমরা। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০টি উইকেট নিলেন তিনি। ড্য়ারেন ব্র্য়াভোকে ফেরাতেই বুমরার ঝুলিতে এই রেকর্ড চলে আসল। গত শুক্রবার বুমরা এই একটি উইকেটেই পকেটস্থ করেছেন রেকর্ডের সঙ্গে।

আরও পড়ুন: অ্য়ান্টিগায় আগুন জ্বাললেন ইশান্ত, দ্বিতীয় দিনের শেষে উইন্ডিজ ১৮৯/৮

রেকর্ড গড়ার পথে বুমরা প্রাক্তন ভারতীয় ফাস্টবোলার ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গেই বর্তমান সতীর্থ মহম্মদ শামিকে ছাপিয়ে গেলেন। বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার মাত্র ১১টি টেস্ট ম্য়াচে উইকেটের হাফ-সেঞ্চুরি করলেন। প্রসাদ-শামিরা নিয়েছিলেন ১৩টি টেস্ট। বুমরা এখন নরেন্দ্র হীরওয়ানি ও হরভজন সিংয়ের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন।

আরও পড়ুন: ৬৭ রানে অলআউট ইংল্যান্ড! হ্যাজেলউডের দাপটে বিপর্যয় ইংরেজদের

-->

বুমরার টিমমেট রবিচন্দ্রন অশ্বিন কিন্তু ৯টি টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন। অন্য়দিকে দেশের কিংবদন্তি স্পিনার ও প্রাক্তন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে ১০ ম্য়াচে পান ৫০টি টেস্ট উইকেট। কিন্তু বুমরা সবমিলিয়ে দ্রুততম ভারতীয় বোলার হিসাবেই এই নজির গড়েছেন। যদির বলের বিচার করা হয় তাহলে বুমরাই সবার আগে। আহমেদাবাদের পেসার ৫০টি টেস্ট উইকেট নিতে ২৪৬৫টি বল খরচ করেছেন। অশ্বিন নিয়েছিলেন ২৫৯৭টি বল।

West Indies India
Advertisment