Advertisment

বোনের সঙ্গে আগাম রাখী সেলিব্রেট করলেন বুমরা, কিন্তু কেন?

আগামিকাল একই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবস ও রাখী পূর্ণিমা। পবিত্র বন্ধনের এই দিনটা দু'দিন আগেই পালন করলেন ভারতের স্টার পেসার জসপ্রীত বুমরা। বিশেষ মুহূর্তটা ভাগ করে নিলেন তাঁর বোন জুথিকার সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah Celebrates Raksha Bandhan

বোনের হাত থেকে আগাম রাখী পড়লেন বুমরা, কিন্তু কেন?

আগামিকাল একই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবস ও রাখী পূর্ণিমা। পবিত্র বন্ধনের এই দিনটা দু'দিন আগেই পালন করলেন ভারতের স্টার পেসার জসপ্রীত বুমরা। বিশেষ মুহূর্তটা ভাগ করে নিলেন তাঁর বোন জুথিকার সঙ্গে।

Advertisment


কিন্তু কেন রাখীর দু'দিন আগেই বুমরা বোনের হাত থেকে রাখী পরলেন? তাঁর কারনটা বুমরাই জানিয়েছেন। টুইটারে বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার লিখলেন, "জাতীয় কর্তব্য়ের জন্য় আমি রাখী বন্ধনের দিন এখানে থাকতে পারব না। কিন্তু জুথিকা আমি তোমার সঙ্গে এই সেলিব্রেশনের সুযোগটা হাতছাড়া করতে চাই না। সবসময় আমার পাশে থাকার জন্য় অনেক ধন্য়বাদ।"

আরও পড়ুন: অবাক বিশ্ব! ভারতের বিরুদ্ধে ‘হেভিয়েস্ট’ ওয়েস্টইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেননি বুমরা। বিশ্বকাপের পরেই বিশ্রামে চলে যান তিনি। ফের একবার জাতীয় কর্তব্য় পালন করবেন বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'ম্য়াচের টেস্ট সিরিজে দলে রয়েছেন তিনি।

আগামী ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগাতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। ৩০ তারিখ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠি হবে জামাইকাতে। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে খেলবে বিরাট কোহলি অ্যান্ড কোং।

India Rakhi West Indies
Advertisment