Jasprit Bumrah celebrates Sam Konstas' dismissal: অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে বোল্ড করে রবিবার বিরল উচ্ছ্বাসে মাতলেন ভারতের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। চলতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৮ বলে ১টি চার-সহ ৮ রান করে আউট হয়েছেন কনস্টাস। তারপরই বুমরাকে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।
যা দেখে ভারতের সহ-অধিনায়ককে পালটা আওয়াজ দিয়েছেন স্টেডিয়ামের অস্ট্রেলিয়ান দর্শকরা। তাঁরা 'বু-উ-উ' আওয়াজ তুলেছেন বুমরাকে লক্ষ্য করে। বুমরা আর কনস্টাসের এই লড়াইয়ের সূত্রপাত চলতি ম্যাচের প্রথম ইনিংসে।
সেখানে কনস্টাস দুর্দান্ত খেলেছিলেন। ১৯ বছর বয়সি অজি ব্যাটার তাঁর টেস্ট অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে বুমরাকেও বেধড়ক পিটিয়েছেন। ছয় মেরেছিলেন ভারতের সহ-অধিনায়ককে। দ্বিতীয় ইনিংসেই বুমরা বুঝিয়ে দিলেন, কনস্টাস ওটা যা করার করে ফেলেছেন। বারবার একইভাবে তাঁকে পেটাতে পারবেন না।
রবিবার এটাই ছিল অজিদের উইকেটের প্রথম পতন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতে বুমরা সপ্তম ওভারের তৃতীয় বলে কনস্টাসকে ফিরিয়ে দেন। ভারতীয় ফাস্ট বোলার বলটা ঘণ্টায় ১৩৯.৭ গতিতে করেছিলেন। বলটা মিডল স্ট্যাম্পে গিয়ে লাগে। এরপরই ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কনস্টাস যেভাবে খুশি পালন করেছিলেন, বুমরাকে সেই দৃশ্য অনুকরণ করতে দেখা যায়।
Jasprit Bumrah did that celebration intentionally😭🔥 pic.twitter.com/h4CRSTiwIi
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) December 29, 2024
যা দেখে পালটা আওয়াজ তোলেন অস্ট্রেলিয়ান দর্শকরা। এর আগে এই ম্যাচে চতুর্থ দিনের শুরুতে ৩৬৯ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। আগের দিনই সেঞ্চুরি করে অপরাজিত থাকা নীতীশকুমার রেড্ডির উইকেটটি পড়ে যায়। ব্যক্তিগত ১১৪ রানে রেড্ডি নাথান লিয়নের বলে ডিপ লং-অনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন। তার আগেই মেলবোর্নে ৮ নম্বর বা তার নীচে ব্যাট করা যে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ টেস্ট স্কোর করে ইতিহাসের পাতায় ঢুকে গিয়েছেন নীতীশ।
মহম্মদ সিরাজ ৪ রানে অপরাজিত থেকে যান। গতদিনই টিম ইন্ডিয়া ছিল ৯ উইকেটে ৩৫৮। রবিবার ২১ বল খেলে নীতীশ-সিরাজরা স্কোরে ১১ রান যোগ করেন। তারমধ্যে রেড্ডি করেন ৯ রান।