Jasprit Bumrah injury: ম্যাচ চলাকালীন আহত হলেন ভারতীয় পেসার তথা সিডনি টেস্টের অধিনায়ক জসপ্রীত বুমরা। তাঁকে হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেই মাঠ ছাড়েন ভারতীয় দলের ক্যাপ্টেন। টিভি ভিজ্যুয়ালে বুমরাকে প্রথমে ড্রেসিংরুমে এবং পরে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা গেছে।
লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করার পর তিনি আর মাঠে নামেননি। এই টেস্টে বুমরাহ নিয়েছেন দুটি উইকেট। ফক্স ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, 'ও লাঞ্চের পর মাত্র এক ওভার বল করেছে। তারপরই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয়। এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে সেই মুহূর্ত থেকেই ভারতীয় দলের সদস্যদের শরীরের ভাষা, উত্সাহ এবং কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে। এতে স্পষ্ট যে, গোটা বিষয়টিতেই বেশ কিছু ভুল আছে। এটা ভারতীয় দলের ধ্বংসাত্মক হবে। শুধু এই টেস্ট ম্যাচের জন্যই নয়। এই সিরিজের ফলাফলের জন্যই ব্যাপারটা খারাপ হল।'
টিভি ভিজ্যুয়ালে দেখা গিয়েছে যে, বুমরার সঙ্গে ছিলেন ভারতীয় দলের ডাক্তার এবং নিরাপত্তা-আধিকারিক। ব্রেট লি প্রতিক্রিয়ায় বলেছেন, 'এটা একটা ভয়ানক খবর! এটা এই সিরিজের এক বিরাট মুহূর্ত।'
Hope Bumrah is fine. 🤞 pic.twitter.com/FiFxIWcViJ
— Info Consumer (@InfoConsut) January 4, 2025
বুমরা চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩২টি উইকেট নিয়েছেন। তিনবার পাঁচটি করে উইকেট নিয়েছেন। তিনি সিরিজে মোট ১৫৩.২ ওভার বল করেছেন। যা ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি।
কেরি ও'কিফ ফক্স ক্রিকেটে বলেছেন, 'এটা বিশাল খবর। দেখে মনে হচ্ছে যে ওঁকে এক্স রে বা স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।' ফক্স ক্রিকেটে রবি শাস্ত্রীও বলেন, 'বুমরার এই চোটে সিরিজে ব্যাপক প্রভাব ফেলতে পারে।'
কেরি ও'কিফ ফক্স ক্রিকেটে বলেছেন, 'এটা বিশাল খবর। দেখে মনে হচ্ছে যে ওঁকে এক্স রে বা স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।' ফক্স ক্রিকেটে রবি শাস্ত্রীও বলেন, 'বুমরার এই চোটে সিরিজে ব্যাপক প্রভাব ফেলতে পারে।'