Advertisment

শোচনীয়ভাবে ব্যর্থ বুমরা! 'জায়গা' হারালেন তারকা পেসার

চোট সারিয়ে ফিরে আসার পরে জসপ্রীত বুমরা এখনও সেরা ছন্দে ফিরতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা (ব্ল্যাক ক্যাপস টুইটার)

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছে। তারপরেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে জোর ধাক্কা খেলেন জসপ্রীত বুমরা। জায়গা হারাতে হল একনম্বর স্থান থেকে। শীর্ষস্থান থেকে বুমরাকে সরে যেতে হল। একদিনের ক্রিকেটের একনম্বর বোলার আপাতত ট্রেন্ট বোল্ট। চোটের কারণে যিনি আপাতত জাতীয় দলের বাইরে। বাইশ গজে না খেললেও তিনি পেরিয়ে গিয়েছেন বুমরাকে।

Advertisment

চোট সারিয়ে ফিরে আসার পরে জসপ্রীত বুমরা এখনও সেরা ছন্দে ফিরতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর কিউয়িদের বিপক্ষে টি২০ সিরিজে খেলার পরে ওয়ানডেতেও খেলেছিলেন।

আরও পড়ুন জোর ধাক্কা কিংস ইলেভেনে! সাড়ে ১০ কোটির তারকা শুরুতে নেই

শোচনীয়ভাবে নিউজিল্যান্ডে ব্যর্থ হয়েছেন বুমরা। বুমরার অফ ফর্মের কারণেই প্রত্যেক ম্যাচেই ওপেনিং জুটিতে ব্ল্যাক ক্যাপসদের মার্টিন গুপ্টিল ও হেনরি নিকোলস বড় রান তুলতে সক্ষম হয়েছিলেন। গোটা সিরিজে কোনও উইকেটই দখল করতে পারেননি তারকা ভারতীয় স্পিডস্টার।

প্রথম দু-ম্যাচে বুমরা ১০ ওভারের কোটায় খরচ করেছিলেন যথাক্রমে ৬৪ ও ৫৩ রান। শেষ ম্যাচে ৫০ রান দিয়েছেন। একটাও উইকেট দখল করতে পারেননি। সবমিলিয়ে ৩০ ওভারে ১ মেডেন সহ বুমরা খরচ করেছেন ১৬৭ রান। যা মোটেই বুমরা-সুলভ নয়। এই কারণেই র‌্যাঙ্কিংয়ে ৪৫ রেটিং পয়েন্ট হারিয়ে তারকা পেসার দুই নম্বরে নেমে গিয়েছেন।

আরও পড়ুন এখনও কেন আইপিএলের সূচি প্রকাশ করা গেল না!

বুমরা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন কোহলি। একদিনের ক্রিকেটে ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বিরাট কোহলি আপাতত আইসিসি-র একনম্বর ওয়ানডে ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। যিনি কাফ মাসলের কারণে খেলতে পারেননি সদ্য শেষ হওয়া একদিনের ম্যাচের সিরিজে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বাবর আজম ও রস টেলর।

cricket ICC Ranking
Advertisment