Jasprit Bumrah Mumbai Indians: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যে বেশ জমে উঠেছে। আগামী ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের আগে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের একটি সুখবর দিলেন। মুম্বই ব্রিগেডের তারকা পেস ব্যাটারি তথা ম্য়াচ উইনার জসপ্রীত বুমরাহ ১০০ শতাংশ ফিট হয়ে দলে যোগ দিয়েছেন। সেন্টার অফ এক্সেলেন্স থেকে বুমরাহকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবার আইপিএল খেলার ক্ষেত্রে কোনও বাধা রইল না বুমরাহের।
বুমরাহের প্রত্যাবর্তনে কে বাদ পড়বেন?
মুম্বই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্য়াচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচের আগে জসপ্রীত বুমরাহ একেবারে ফিট হয়ে উঠেছেন। কিন্তু, আগামী ম্য়াচে তিনি খেলতে নামবেন কি না, সেই ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বুমরাহ যদি খেলেন, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে বাদ পড়বেন একজন ক্রিকেটার! কিন্তু, কে সেই ক্রিকেটার? বুমরাহের অনুপস্থিতিতে সত্যনারায়ণ রাজু এবং অশ্বিনী কুমারকে খেলতে দেখা গিয়েছিল।
অশ্বিনী কুমারের আইপিএল (IPL 2025) ডেবিউ যথেষ্ট নজরকাড়া ছিল। প্রথম ম্যাচে ৪ উইকেট শিকার করে তিনি বিপক্ষ শিবিরে ত্রাসের সঞ্চার করেছিলেন। কিন্তু, পরবর্তী ম্যাচে তিনি দুরমুশ হয়ে যায়। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে বল করতে এসে অশ্বিনী ৩ ওভারে ৩৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেন। যদিও ম্য়াচটা মুম্বই শেষপর্যন্ত হেরে য়ায়। এই পরিস্থিতিতে বুমরাহের কামব্যাক হলে এই ক্রিকেটার বাদ পড়তে পারেন বলে আশা করা হচ্ছে।
তিনটে ম্যাচে পরাস্ত মুম্বই ইন্ডিয়ান্স
এখনও পর্যন্ত চলতি আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স চারটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ৩ ম্য়াচে হেরে গিয়েছে। মাত্র একটাই ম্য়াচ তারা জিততে পেরেছে। তবে এই ম্যাচগুলোয় অবশ্য বুমরাহ খেলেননি। আপাতত ২ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই ইন্ডিয়ান্স লিগ টেবিলে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে।
RCB-র বিরুদ্ধে MI-এর সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, রায়ান রিকলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর।