/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Jasprit-Bumrah-on-verge-of-becoming-second-Indian-player-to-do-THIS-in-T20Is.jpg)
রেকর্ডের সামনে দাঁড়িয়ে বুমরা, বললেন তিনি বিরাটের দলের কেউ নন! (ছবি-টুইটার)
ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন যসপ্রীত বুমরা। সব ঠিক থাকলে রবিবাসরীয় বিশাখাপত্তনমে ফের একবার দেশের জার্সিতে বোলিং বিভাগের পুরোধা হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা যাবে তাঁকে।
২০১৮ ক্যালেন্ডার বর্ষের টানা ক্রিকেটের পর বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিল বোর্ড। অস্ট্রেলিয়া সফরের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হয়নি। ফের বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তন করলেন। অজিদের বিরুদ্ধে দু'ম্যাচের টি-২০ সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজেও টিমে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ম্যাচের আগেই বিস্ফোরক পন্থ, ধোনিকে নিয়ে যা বললেন তা অপ্রত্যাশিত
বুমরার সামনে একটি রেকর্ড স্পর্শের হাতছানি রয়েছে। এই দু'ম্যাচের সিরিজে আর দু'টি উইকেট নিতে পারলেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁর উইকেটের হাফ-সেঞ্চুরি হয়ে যাবে। রবিচন্দ্রন অশ্বিনের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়বেন তিনি। অশ্বিনের এই মুহর্তে টোয়েন্টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট রয়েছে ঝুলিতে। অশ্বিনকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বুমরার।
Steps to become the world's best bowler:
1. Game dikhao
2. Bowl @imVkohli out
???????? have been fired by @Jaspritbumrah93! Watch the two stars face off in the VIVO @IPL, March 23 onwards on Star Sports. #VIVOIPLpic.twitter.com/c3tOm19Sel
— Star Sports (@StarSportsIndia) February 23, 2019
অন্যদিকে আগামী ২৩ মার্চ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। দ্বাদশ সংস্করণের প্রথম দু’সপ্তাহের মোট ১৭টি ম্যাচের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের সরকারি সম্প্রচারক স্টার স্পোর্টস মেতেছে প্রমোশনের কাজে। এদিন যে প্রোমো শেয়ার করেছেন তাঁরা সেখানে বুমরাকে বলতে শোনা যাচ্ছে যে, "আমি হতে পারে বিশ্বের এক নম্বর বোলার, কিন্তু বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট নেওয়াই আমার লক্ষ্য়।" হাসতে হাসতে এjর সঙ্গে জুড়ে দিলেন, "আমি কিন্তু এবার চিকু ভাইয়ার (বিরাট) দলের সদস্য় নই।" বুমরা বনাম বিরাটের লড়াই দেখা যাবে আইপিএল-এ। মুম্বই ইন্ডিয়ান্সের স্টার বোলার বুমরা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালোরের স্টার ব্যাটসম্যান বিরাট।