Champions Trophy squad: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। দলে জায়গা পেলেন স্পিনার বরুণ চক্রবর্তী। বুমরার জায়গায় দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। আর, বরুণ চক্রবর্তী দলে ঢুকেছেন যশস্বী জয়সওয়ালের জায়গায়। গত মাসে সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের সময় বুমরাহ পিঠের নীচের দিকে চোট পেয়েছিলেন। তারপর থেকেই ভারতীয় পেসার মাঠের বাইরে আছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) বিশেষজ্ঞরা তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই নির্বাচকরা ১৫ সদস্যের দলে বুমরার পরিবর্তে পেসার হর্ষিত রানাকে নিলেন।
স্পিনার বরুণ চক্রবর্তীকে ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে নেওয়া হয়েছে। বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে পেসার মহম্মদ সিরাজ ও অলরাউন্ডার শিবম দুবের মতই সফরে পাঠানো হচ্ছে না। তবে, তাঁদের বিকল্প হিসেব রাখা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির চোটের জন্য জয়সওয়াল ওপেন করেছিলেন। কিন্তু, তিনি ভালো কিছু করতে পারেননি। তাই তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। আর, শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সিরিজে ভালো খেলায় তাঁকে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে। আর, ৩ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বুমরার থাকা অসম্ভব। তিনি যদি সুস্থ হন তবে সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ থাকবে। ৪ এবং ৫ মার্চ সেমিফাইনাল এবং ৯ মার্চ ফাইনাল।
নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়নি। তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে এবার। শেষ পর্যন্ত আইসিসি ভারতের হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব মেনে নিয়েছে। জাতীয় নির্বাচকরা এই পরিস্থিতিতে বুমরার আঘাতের খবরাখবর রাখছিলেন। তাঁরা আশা করেছিলেন, বুমরা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে যাবেন। বুধবার আহমেদাবাদের তৃতীয় ম্যাচে বুমরা খেলতে পারেন বলেও আশা করেছিলেন নির্বাচকরা। কিন্তু, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা ছাড়পত্র না দেওয়ায় আর সেটা সম্ভব হল না।
নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, বুমরাকে আপাতত পাঁচ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে। তিনি এখনও বোলিং শুরু করার পর্যায়ে নেই। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বদলাতে বোর্ডের নির্বাচক কমিটি মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করে। বুমরার চোট নতুন কিছু না। এর আগেও তিনি পিঠের সমস্যায় ভুগেছেন। অস্ত্রোপচার করিয়েছেন। ২০২২ এর সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১১ মাস খেলার বাইরে ছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে জাতীয় দলে ফিরেছেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা পাঁচ টেস্টে ১৫১.২ ওভার বল করেছেন। গড়ে ১৩.০৬ রান দিয়েছেন। তাঁর স্ট্রাইক রেট ২৮.৩। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য রোহিত শর্মা ওই সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। বুমরাই অধিনায়কত্ব করেছিলেন। সেই ম্যাচ ভারত জিতেছে। সিডনির শেষ টেস্টেও তিনি দলের নেতৃত্বে ছিলেন। ওই ম্যাচে খারাপ ফর্মের জন্য রোহিত বাদ পড়েন।
আরও পড়ুন- ম্যাচের আগেই হেরে বসে আছেন, নির্লজ্জের মত বুঝিয়ে দিলেন ইংরেজ তারকা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
সম্ভাব্য বিকল্প: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে।