scorecardresearch

এক নম্বর তারকাকে ছাড়াই হয়ত বিশ্বকাপে ভারত! IPL-এর আগেই চরম দুঃসংবাদে কাত টিম ইন্ডিয়া

বেনজির দুঃসংবাদে ছারখার ভারতের ক্রিকেট

এক নম্বর তারকাকে ছাড়াই হয়ত বিশ্বকাপে ভারত! IPL-এর আগেই চরম দুঃসংবাদে কাত টিম ইন্ডিয়া

সামনেই জোড়া ইভেন্ট। ৭ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবং বছরের শেষে ওয়ার্ল্ড কাপ। ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই দুঃসংবাদ। জসপ্রীত বুমরা আসন্ন কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। আইপিএল তো বটেই খেলতে পারবেন না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট আশাবাদী অক্টোবর-নভেম্বরে ওয়ার্ল্ড কাপের অফে ফিট হয়ে উঠবেন সুপারস্টার।

আইপিএল থেকে ছিটকে যাওয়া বুমরার বদলে কোনও পরিবর্ত পেসার মুম্বই ইন্ডিয়ান্স নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, অস্ত্রোপচার করতে হবে তারকার। এতে কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে কাটাতে হবে তারকাকে। বুমরার বিষয়ে সমস্ত অপশন খতিয়ে দেখবে বেঙ্গালুরুর এনসিএ ক্রিকেট একাডেমি।

আরও পড়ুন: বিয়ে করেই আসছেন কলকাতায়! ছাদনাতলায় এবার KKR-এর ১০.৭৫ কোটি টাকার সুপারস্টার

গত বছর অগাস্ট থেকেই জাতীয় দলের বাইরে বুমরা। একের পর এক সিরিজে তারকার সার্ভিস পায়নি ভারত। পরপর টি২০ সিরিজ তো বটেই বুমরা মিস করেছেন এশিয়া কাপের মত টুর্নামেন্ট। টি২০ ওয়ার্ল্ড কাপের ঠিক আগে মনে করা হয়েছিল তিনি ফিট হয়ে নামছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি২০ ম্যাচ খেলার পরেই ফের একবার মাঠের বাইরে চলে যান। মিস করেন টি২০ ওয়ার্ল্ড কাপ। তারপর এখনও জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি বুমরাকে।

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের স্কোয়াডে রেখেছিল। তবে পরে তাঁর নাম প্রত্যাহার করে নেয় বোর্ড। বলে দেওয়া হয়, আরও বিশ্রামের প্রয়োজন রয়েছে তারকার।

জানা গিয়েছে কয়েক ওভার বোলিং করার পরেই বুমরা হাতে যন্ত্রণা অনুভব করেন। তারপরেই দলের প্রিমিয়াম পেসারকে এনসিএ-তে পাঠিয়ে দেওয়া হয়। ভাবা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে বুমরা হয়ত ফিট হয়ে উঠবেন। তবে হাতের যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেননি তারকা।

বুমরার পিঠের চোট নতুন কোনও সমস্যা নয়। বর্তমানে বুমরার ইনজুরি তাঁর কেরিয়ারের দীর্ঘতম সময় মাঠের বাইরে ঠেলে দিয়েছে তাঁকে। এর আগে ২০১৯/২০ সিজনে পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বুমরা তিন মাস মাঠের বাইরে কাটিয়েছিলেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Jasprit bumrah out of ipl wtc final unlikely at world cup