এক সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত ছিলেন যসপ্রীত বুমরা। কিন্তু আজ তিনি সব ফর্ম্যাটেই ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন। লাইন-লেন্থের পাশাপাশি বুমরার বোলিংয়ের বৈচিত্র্য বাকিদের থেকে তাঁকে আলাদা করেছে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার তিনি। বুমরার ডেলিভারি বুঝতে এখনও অনেকেই গলদঘর্ম হন।
এহেন বুমরার ঝুলিতে রয়েছে স্লোয়ারের মতো মারাত্মক অস্ত্র। আর যা দিয়ে বিপক্ষকে ঘায়েল করতে তিনি সিদ্ধহস্ত। শুক্রবার মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বুমরার হাত থেকে এল এরকমই একটা স্লোয়ার। সাধারণত ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশে পাশে বল করেন বুমরা। কিন্তু এদিন আচমকাই বল করলেন ঘণ্টায় ১১৩ কিলোমিটার বেগে। চার নম্বরে ব্যাট করতে আসা শন মার্শ বুমরার সেই ডেলিভারিতে রীতিমতো হকচকিয়ে গেলেন। এলবিউব্লিউ-র শিকার হয়ে ফিরলেন ড্রেসিংরুমে।
আরও পড়ুন: পেইনের খোঁচাতেও মেজাজ হারালেন না রোহিত
এদিন বুমরা একাই নিলেন ছ’টি উইকেট। তাঁর সৌজন্যে অস্ট্রেলিয়া ৪৪৩ রান তাড়া করতে নেমে ১৫১ রানে শেষ হয়ে গেল। বুমরার বিধ্বংসী বোলিংয়ে এদিন দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। মার্কাস হ্যারিস, শন মার্শ, ট্র্যাভিস হেড, টিম পেইন, ন্যাথন লিঁয় ও জোশ হ্যাজেলউডকে এদিন ড্রেসিংরুমের রাস্তা দেখান বুমরা। এদিন তিনি এশিয়ার প্রথম বোলার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন।