/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/jb-LEAD.jpg)
মাত্র এক জোড়া জুতো আর টি-শার্ট কেনারই সামর্থ ছিল বুমরার (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)
পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। জীবনে এমন একটা সময় দেখেছিলেন যখন মাত্র এক জোড়া জুতো আর টি-শার্টই কেনারই সামর্থ ছিল তাঁর। ছোটবেলার লড়াইয়ের দিনগুলো কিন্তু আজও ভোলেননি যসপ্রীত বুমরা।
বিশ্বের এক নম্বর ওয়ানডে ও টেস্ট বোলার মা দলজিৎ বুমরার সঙ্গে ফিরে গেলেন অতীতে। লোয়ার স্ট্রেস ফ্র্যাকচারের জন্য় আপাতত জাতীয় দলের বাইরে টিম ইন্ডিয়ার স্টার পেসার। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সব অজানা কথাগুলোই বললেন বুমরা।
“Talent can come from anywhere and reach the pinnacle of success.”
???? Watch the transformational journey of @Jaspritbumrah93 from a rookie to a world-beater ????#OneFamily#CricketMeriJaan#LeaderInSport#LeadersWeek#NitaAmbani@ril_foundationpic.twitter.com/hFUqvQnHSv
— Mumbai Indians (@mipaltan) October 9, 2019
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটতে পারে বুমরার
ভিডিও-তে দলজিৎ বললেন, "ও পাঁচ বছর বয়সে বাবাকে হারায়। আমি হারাই স্বামীকে।" দলজিতের কথার রেশ ধরেই যসপ্রীত বললেন, "বাবা চলে যাওয়ার পর আমাদের কোনও কিছু করার সামর্থই ছিল না। আমার এক জোড়া জুতো আর টি-শার্টই ছিল শুধু। প্রতিদিন ওই টি-শার্টগুলো ধুয়েই পরতাম বারবার। ছোটবেলায় আমরা গল্প শুনে বড় হই যে, একদিন কেউ আসবে আমাদের সব দুঃখ কষ্ট দূর করিয়ে দেবে। আমার সঙ্গে ঠিক এটাই হয়েছিল।" বুমরার মা বলছেন, ছেলেকে প্রথমবার টিভিতে আইপিএল খেলতে দেখার সময় তিনি কেঁদে ফেলেছিলেন।
২০১৩ সালে আইপিএল জন্ম দিয়েছিল বুমরার। আর আজ বাকিটা ইতিহাস। বিশ্বের তাবড় ব্য়াটসম্য়ানদের কাছে তিনি ত্রাস। আপাতত চিকিৎসার জন্য় লন্ডনে রয়েছেন বুমরা। বলছেন, "জীবনের কঠিন সময়ই মানুষকে আরও শক্তিশালী করে তোলে।