Jasprit Bumrah on Rohit Sharma snub: টস জিতে বিদায়ী অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে অনেক কথাই বলেছেন সিডনি টেস্টে ভারতীয় দলের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। তিনি জানিয়েছেন, রোহিত বিশ্রাম নিয়েছেন। বক্তব্যে রোহিতকে 'আমাদের অধিনায়ক' বলেও সম্বোধন করেছেন বুমরা।
চলতি সিরিজে একমাত্র পার্থ টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। সেই দলের অধিনায়ক বুমরা ওভারপ্রতি গড়ে ১২.৮৩ রান দিয়ে ৩০টি উইকেট নিয়েছেন। যার দৌলতে তিনি ইতিমধ্যেই সিরিজের সেরা বোলার। সেই বুমরার হাতেই সিডনি টেস্টের দায়িত্ব তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পিতৃত্বকালীন ছুটিতে থাকায় পার্থে ভারতের প্রথম টেস্ট বুমরা খেলতে পারেননি। এডিলেড ওভালে দ্বিতীয় টেস্ট থেকে সিরিজে খেলছেন। আর, তারপর থেকে রান করেছেন- ৩, ৬, ১০, ৩ এবং ৯। তাই রোহিতকে সিডনি টেস্টে বাদই দিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। রোহিতের বদলে ভারতীয় দলে রাখা হয়েছে শুভমান গিলকে।
সেই ব্যাপারে টসের সময় বুমরাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে বুমরা বলেন, 'আমাদের অধিনায়ক এই ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা স্পষ্ট করেছে যে দলের মধ্যে কোনও বিভেদ নেই। কোনও স্বার্থপরতা নেই। পুরোপুরি ঐক্য রয়েছে। দলের স্বার্থে যেটা দরকার, আমরা সেটাই করতে চাই। এই পরিবর্তন ছাড়া আকাশদীপ চোট পাওয়ায় তাঁর জায়গায় দলে ঢুকেছেন প্রসিধ কৃষ্ণ।'
২৫ বছর বয়সি গিল এডিলেডে প্রথম ইনিংসে করেছিলেন ৩১ রান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৮ রান। তারপর ব্রিসবেন এবং মেলবোর্নে তিনি দল থেকে বাদ পড়েন। মেলবোর্নে ৪৩ ওভার বল করেছিলেন আকাশদীপ। সেই জন্য তিনি পিঠে ব্যথা অনুভব করছেন। এই পরিস্থিতিতে আকাশদীপের জায়গায় দলে এসেছেন প্রসিধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়াও মেলবোর্নের দলে একটি বদল এনেছে। তারা অলরাউন্ডার মিচেল মার্শের জায়গায় সিডনিতে দলে নিয়েছেন বিউ ওয়েবস্টারকে। এই ম্যাচে ওয়েবস্টার অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করলেন।
তাঁর রাজ্য তাসমানিয়ার হয়ে ২০২২ সালের মার্চ থেকে ওয়েবস্টার প্রথম-শ্রেণির ক্রিকেটে ৮১ উইকেট নিয়েছেন। সিডনি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া জয় পেতে মরিয়া। কারণ, এই ম্যাচ জিতলে তারা টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে।