/indian-express-bangla/media/media_files/2025/02/23/Sz7TJ1m15YqN2UDzw5TL.jpg)
Bumrah-Team India: ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে জসপ্রীত বুমরা। (ছবি- ফেসবুক)
IND vs PAK: ICC Champions Trophy, 2025: ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম পাকিস্তান মহারণের সময় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে ভারতীয় দলকে উৎসাহ দিলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক লড়াই দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শক। খেলার মধ্যে যখন জসপ্রীত বুমরাহকে মাঠে উপস্থিত দেখা যায়, তখন গোটা স্টেডিয়ামে চিৎকার ও উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।
বুমরার ইনজুরি ও বর্তমান অবস্থা
বর্ডার-গাভাসকার ট্রফি ২০২৪-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় পিঠে চোট পাওয়ার কারণে তিনি বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে নেই। তবে রবিবার সকালে দুবাই পৌঁছে বুমরা আইসিসির ২০২৪ সালের পুরস্কার সংগ্রহের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
Jasprit Bumrah and Sanjana Ganesan with ICC Chairman Jay Shah. pic.twitter.com/1dCvjs518X
— Nikhil (@TheCric8Boy) February 23, 2025
বুমরার কৃতিত্ব
২০২৪ সালে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন:
🏆 স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা পুরুষ ক্রিকেটার)
🏆 বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
স্টেডিয়ামে এসে বুমরাহ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন বুমরা। সেই সময় তাঁর টিম ইন্ডিয়ার সতীর্থরা ওয়ার্মআপ করছিলেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি দেখা যায় বুমরাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ও তাঁকে আন্তরিকভাবে আলিঙ্গন করতে।
jasprit bumrah meets the ICT🫡 pic.twitter.com/xcZkAW3LnE
— D‼️ (@cheekurat) February 23, 2025
বুমরার ইনজুরি নিয়ে আপডেট
ভারতীয় পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন, আইসিসির হয়ে কাজ করেন, তিনি সম্প্রতি বুমরার চোটের ব্যাপারে আপডেট দিয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ যখন সঞ্জনাকে বুমরা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন সঞ্জনা বলেন: 'ও ঠিক আছে। ও এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (NCA) ট্রেনিং করছে।'
আরও পড়ুন- ভারতের ১ম উইকেটের পতন, ফিরলেন রোহিত শর্মা
ভারত-পাকিস্তান ম্যাচের প্রেক্ষাপট
এই ম্যাচটি পাকিস্তানকে জিততেই হবে। কারণ, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর, পাকিস্তান এখন গ্রুপ পর্বে টিকে থাকার জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচে জেতার চেষ্টা করছে।
অন্যদিকে, ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে মরিয়া।