ব্যক্তিগত কারণ দেখিয়ে চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়ালেন এই তারকা ক্রিকেটার

শেষ টেস্ট ম্যাচের আগে ধাক্কা ভারতের।

শেষ টেস্ট ম্যাচের আগে ধাক্কা ভারতের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম টেস্টে হারের পর পরপর দুটি টেস্টে বিরাট জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-১ এগিয়ে রয়েছে বিরাটের ভারত। কিন্তু চতুর্থ টেস্টের আগে টিম ইন্ডিয়াকে ধাক্কা দিলেন জসপ্রীত বুমরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন চতুর্থ টেস্ট থেকে।

Advertisment

তবে বুমরার জায়গায় অন্য কাউকে ভারতীয় দলে এখন ঢোকাচ্ছেন বিসিসিআই। জানিয়ে দিয়েছে বোর্ড। আগামী বৃহস্পতিবার থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্ট শুরু হবে।

শনিবারই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। তিনি বোর্ডের কাছে আবেদন করেন, পরের টেস্টে যেন তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বিসিসিআই সচিব জয় শাহ একথা জানিয়েছেন মিডিয়া ব্রিফিংয়ে। এই সিরিজে এখনও খুব একটা সফল হননি বুমরা। ২৭ বছরের পেসার এখনও পর্যন্ত সিরিজে ৪৮ ওভার বল করেছেন। পেয়েছেন চারটি উইকেট।

Advertisment

ইতিমধ্যেই তাঁকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে বুমরার পরিবর্তে প্রথম এগারোয় ঢোকেন মহম্মদ সিরাজ। তবে মনে করা হচ্ছে, উমেশ যাদব চতুর্থ টেস্টের প্রথম এগারোয় ঢুকতে পারেন। চতুর্থ তথা শেষ টেস্টে জিতলে বা ড্র করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

England Indian Cricket Team Jasprit Bumrah