Jasprit Bumrah: আদৌ আইপিএল খেলতে পারবেন জসপ্রীত বুমরাহ? সামনে এল নয়া আপডেট

২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে অবশ্য হার্দিক পান্ডিয়াও খেলবেন না। কারণ গত মরশুমে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল।

২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে অবশ্য হার্দিক পান্ডিয়াও খেলবেন না। কারণ গত মরশুমে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah1

Jasprit Bumrah Mumbai Indians: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। এই বছর মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠ খেতাব জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। যদিও দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। তবে বুমরাহের ফিটনেস নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। জসপ্রীত যে মুম্বই বোলিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

Advertisment

জসপ্রীতের খেলা নিয়ে বড় আপডেট

মুম্বই ইন্ডিয়ান্সের পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ প্রথম ম্যাচে খেলতে পারবেন না। কারণ, এখনও পর্যন্ত তিনি ১০০ শতাংশ ফিট হতে পারেননি। ১৯ মার্চ একটি সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট করেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আসন্ন আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে মুম্বইয়ের প্রথম একাদশে থাকতে পারবেন না জসসী। আপাতত তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করার সবুজ সংকেত বুমরাহকে দেওয়া হয়নি। 

২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচে অবশ্য হার্দিক পান্ডিয়াও খেলবেন না। কারণ গত মরশুমে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে হার্দিক এবং জসপ্রীত দুজনেই খেলতে পারবেন না।

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা, জসপ্রীত বুমরাহ, বেভন জেকবস, রায়ান রিকলটন, রবিন মিনজ, কৃষ্ণণ শ্রীজিত, নমন ধীর, রাজ অঙ্গদ বাওয়া, ভিগনেশ পুথুর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, অর্জুন তেন্ডুলকর, অশ্বিনী কুমার, রিস টপলি, করণ শর্মা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, ভেঙ্কট সত্যনারায়ণ রাজু, মুজিব উর রহমান, করভিন বশ।

২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের পূর্ণাঙ্গ সূচি:

ম্যাচ সময় তারিখ ভেন্যু
সিএসকে বনাম এমআই সন্ধ্যা ৭:৩০ ২৩ মার্চ  এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
জিটি বনাম এমআই সন্ধ্যা ৭:৩০ ২৯ মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অহমেদাবাদ
এমআই বনাম কেকেআর সন্ধ্যা ৭:৩০ ৩১ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
এলএসজি বনাম এমআই সন্ধ্যা ৭:৩০ ৪ এপ্রিল একানা স্টেডিয়াম
এমআই বনাম আরসিবি  সন্ধ্যা ৭:৩০ ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
ডিসি বনাম এমআই সন্ধ্যা ৭:৩০ ১৩ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
এমআই বনাম সানরাইজার্স হায়দরাবাদ সন্ধ্যা ৭:৩০ ১৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
এমআই বনাম সিএসকে সন্ধ্যা ৭:৩০ ২০ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স সন্ধ্যা ৭:৩০ ২৩ এপ্রিল উপ্পল স্টেডিয়াম, হায়দরাবাদ
এমআই বনাম এলএসজি বিকাল ৩:৩০ ২৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আরআর বনাম এমআই  সন্ধ্যা ৭:৩০ ১ মে সাওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর
এমআই বনাম জিটি বিকাল ৩:৩০ ৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
পঞ্জাব কিংস বনাম এমআই বিকাল ৩:৩০ ১১ মে মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর
এমআই বনাম ডিসি সন্ধ্যা ৭:৩০ ১৫ মে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

 

Mumbai Indians Hardik Pandya Jasprit Bumrah