Advertisment

টানা ৪৮ ওভারে ০ উইকেট! সংশয়ে বুমরার আন্তর্জাতিক কেরিয়ার

বছরের বাকি সময় খেলতে না পারলেও চলতি জানুয়ারিতে ফের একবার প্রত্যাবর্তন করেছিলেন স্পিডস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah

বুমরার অফ ফর্ম চলছেই (টুইটার)

কোথায় হারিয়ে গেলেন জসপ্রীত বুমরা! সমর্থকরা এখন সেই প্রশ্নই তুলছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে টুইটারে হঠাৎই ট্রেন্ডিং জসপ্রীত বুমরা। দুরন্ত কোনও পারফরম্যান্সের সুবাদে নয়। বিবর্ণ বুমরাই হঠাৎ আলোচনায় উঠে এসেছে। সমর্থকদের একাংশ বলে দিচ্ছেন, এই বুমরা আমাদের পরিচিত নয়।

Advertisment

গত বছর বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন ইংল্যান্ডের মাটিতে। ১৮ উইকেট শিকার করেছিলেন গোটা টুর্নামেন্টে। তার আগে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে আসছিলেন বুমরা। তবে গত বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের সফরের সময়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে তারকা বোলারের। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরেই ছিলেন।

আরও পড়ুন বাংলাদেশও চেয়েছিল ধোনিকে, সৌরভ নাম পাঠালেন কোহলির

বছরের বাকি সময় খেলতে না পারলেও চলতি জানুয়ারিতে ফের একবার প্রত্যাবর্তন করেছিলেন স্পিডস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি২০ সিরিজেও ছিলেন তিনি। তবে চারটে সিরিজ খেলার পরেও এই বুমরা অতীতের ছায়ামাত্র।

২০২০ সালে বুমরা প্রত্য়াবর্তনের পরে মাত্র ৯ উইকেট শিকার করেছেন। তা একেবারেই বুমরা-সুলভ নয়। চলতি টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ছন্দে নেই। বুমরার অফ ফর্মের কারণেই ওয়েলিংটনে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউয়িরা। নিজের লেংথ বজায় রেখে বোলিং করতে যেমন ব্যর্থ হচ্ছেন তারকা পেসার, তেমনই অধিকাংশ বল ফুল লেংথে অথবা শর্ট লেংথে করছেন যা একেবারে ড্রাইভ করার পক্ষে আদর্শ।

আরও পড়ুন রাহানের ভুলে রান আউট! রাগে ফেটে পড়লেন পন্থ

ইশান্ত শর্মা গোড়ালির চোট সারিয়ে ফিরে এসে ৩ উইকেট দখল করেছেন। কেন উইলিয়ামসন ৮৯ করে গিয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বুমরার অফ ফর্ম। এমন রংহীন বুমরাকে দেখার পরে টুইটারে সমর্থকরা বলে দিয়েছেন, বুমরার অফ ফর্ম মোটেই ভাল ইঙ্গিত নয়। তাঁরা রীতিমতো পরিসংখ্যান ঘেঁটে জানিয়ে দিয়েছেন, টানা ৪৮ ওভার নিউজিল্যান্ডে বোলিং করেও উইকেট তুলতে পারেননি তিনি। পাশাপাশি, নতুন বছরে ফিরে আসার পরে বুমরা মাত্র ৯ উইকেট নিয়েছেন। এতেই আশঙ্কা আরও লাগামছাড়া হয়েছে।

জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান দুই পেসার জাহির খান ও মহম্মদ শামি আগেই তারকা পেসারের পাশে দাঁড়িয়েছিলেন। জাহির যেমন বলেছেন, ওকে একটু বেশি আগ্রাসী বোলিং করতে হবে। শামি আবার বুমরার সমালোচকদের একহাত নিয়ে বলেছেন, “ও কয়েকটা ম্যাচে পারফর্ম করতে পারেননি বলে কী করে ওর ম্যাচে জেতানোর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে!”

সঙ্গে শামির সংযোজন, “বুমরা দলের জন্য কী করেছে, সেটা এত সহজে ভুলে যাওয়া কীভাবে সম্ভব। যদি পজিটিভ বিষয় ধরা হয়, তাহলে তা বরং ক্রিকেটারের আত্মবিশ্বাস ফেরাতে কাজে আসবে।”

চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে বুমরার অফ ফর্মে চিন্তিত টিম ম্যানেজমেন্টও। বিশ্বকাপের আগে নিজের ছন্দে বুমরা ফেরেন কিনা, সেটাই আপাতত দেখার।

cricket New Zealand
Advertisment