/indian-express-bangla/media/media_files/2025/05/14/TsDXg8VS3GyM4mEMXxVP.png)
আবারও RCB অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি?
Virat Kohli: আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে গত ৯ মে এই টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল। আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে একটা বড়সড় ধাক্কা খেতে পারে আরসিবি ব্রিগেড।
ছিটকে যেতে পারেন রজত পতিদার
চলতি আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলোয় আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে ঘোরতর সংশয় দেখা গিয়েছে। এই সংশয়ের কারণ কী? আসলে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে রজতের আঙুলে চোট লেগেছিল। আর এই চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
RCB IPL Playoff Qualification: দিল্লিকে হারিয়ে 'ফার্স্ট বয়' আরসিবি, এবার ছিটকে গেল কলকাতা?
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, রজতের সম্পূর্ণ সুস্থ হতে অনেকটাই সময় লাগবে। এমনকী, ইংল্যান্ড সফরেও ভারতীয় এ দলে তিনি ঠাঁই পাবেন না। এই পরিস্থিতিতে তিনি আইপিএল টুর্নামেন্ট খেলতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। যদি সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করা না হত, তাহলে রজত পতিদার কমপক্ষে পরবর্তী ২ ম্য়াচে খেলতে পারতেন না।
RCB vs CSK Highlights, IPL Match Today: দুরন্ত কামব্যাক দয়ালের, ইতিহাস গড়ল আরসিবি
সূত্রের খবর, রজত পতিদারকে আঙুল ঠিকঠাক রাখার জন্য চিকিৎসকরা স্প্লিন্ট পরার পরামর্শ দিয়েছেন। আগামীদিনে তাঁর চোট আরও একবার পরীক্ষা করা হবে। আপাতত তাঁকে দলের সঙ্গে ব্যাটিং অনুশীলন করতেও বারন করা হয়েছে।
এই পরিস্থিতিতে অনেকেই আশা করছেন, রজত পতিদার যদি একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়ত বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক করা হতে পারে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। গত বছর টি-২০ ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করেছিলেন। এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট এবং আইপিএল টুর্নামেন্ট ছাড়া তাঁকে আর কোথাও খেলতে দেখা যাবে না।
দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আরসিবি
এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত আরসিবি ১১ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৮ ম্য়াচে তারা জয়লাভ করেছে। অন্যদিকে, তিনটে ম্য়াচ তারা হেরে গিয়েছে। আপাতত ১৬ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গা থেকে আর একটা ম্য়াচ জিততে পারলেই তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে।