Advertisment

Jay Shah Statement: ভারতের হেড কোচ হচ্ছেন কে! আকারে-ইঙ্গিতে পুরোটা বুঝিয়েই দিলেন জয় শাহ

India Head Coach Hunt: বিসিসিআই সচিব জয় শাহের বিবৃতি অনুসারে জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের মত বিদেশি কোচেদের সঙ্গে যোগাযোগই করা হয়নি। কোচ হওয়ার দৌড়ে নাম উঠেছিল ভিভিএস লক্ষ্মণেরও। কিন্তু, লক্ষ্মণ বছরভর বাড়ি ছেড়ে থাকতে নারাজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India New Head Coach: টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ

Jay Shah Clarifies: ভারতের কোচ বাছাই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ (টুইটার)

BCCI Secretary Jay Shah: রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন দ্রাবিড়। তাঁর জায়গায় কে কোচ হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নাম উঠেছিল বিদেশি কোচদেরও। কিন্তু, সেসবে ইতি টেনে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট করেছেন সচিব জয় শাহ। তাঁর এই স্পষ্টীকরণ, কার্যত গৌতম গম্ভীরের দিকেই ইঙ্গিত করেছে। এমনটাই ধারণা গম্ভীর অনুগামীদের।

Advertisment

কারণ, বিসিসিআই সচিব জয় শাহের বিবৃতি অনুসারে জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের মত বিদেশি কোচেদের সঙ্গে যোগাযোগই করা হয়নি। কোচ হওয়ার দৌড়ে নাম উঠেছিল ভিভিএস লক্ষ্মণেরও। কিন্তু, লক্ষ্মণ বছরভর বাড়ি ছেড়ে থাকতে নারাজ। সেই কারণে গম্ভীরের জাতীয় দলের হেড কোচ হওয়ার রাস্তা পাকা হয়েছে বলেই তাঁর অনুগামীদের ধারণা। ওয়াসিম আক্রমণের মত ক্রিকেট বিশেষজ্ঞ তো ইতিমধ্যেই গম্ভীরই ভারতীয় দলের কোচ হওয়ার জন্য সবচেয়ে যোগ্য বলে জানিয়ে দিয়েছেন।

এই পরিস্থিতিতে, বিসিসিআই সচিবের স্পষ্টীকরণের পর ভারতীয় দলের কোচ পদে আর মাত্র দু'জন প্রার্থী বাকি আছেন। তাঁরা হলেন- স্টিফেন ফ্লেমিং ও গৌতম গম্ভীর। এর মধ্যে আইপিএল ২০২৪ (IPL 2024)-এ কলকাতা নাইট রাইডার্সের সাফল্য গম্ভীরের প্রতি বিসিসিআই কর্তাদের আকৃষ্ট করেছে। এই পরিস্থিতিতে ফ্লেমিং-এর জায়গাটা অনিশ্চিত। তাই, একমাত্র নাম হিসেবে থাকছেন গম্ভীরই। বিসিসিআই কোচ চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিল, তা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ২৭ মে, সোমবার।

আরও পড়ুন- স্বার্থপর নয়, টিমম্যান নিয়ে আসুক আরসিবি! কোহলির দিকে ইঙ্গিত করে বেঙ্গালুরুকে বিস্ফোরক পরামর্শ রায়ুডুর

ফ্লেমিংয়ের সমস্যা হল, তিনি দীর্ঘসময় নিজের দেশ ছেড়ে ভারতীয় দলকে নিয়ে পড়ে থাকতে নারাজ। তার ওপর আবার চেন্নাইও তাঁকে ছাড়তে নারাজ। এই ব্যাপারে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন স্পষ্ট বলেছেন, 'এটা তাঁর চায়ের কাপ নয়।' অর্থাৎ, ইচ্ছেমতো চেন্নাইয়ের কোচ হলাম আবার চলে গেলাম, এটা হতে পারে না। কিন্তু, বিশ্বনাথন একথা বললেও একান্তই যদি ফ্লেমিং ভারতীয় দলের দায়িত্ব পান, তখন, চেন্নাইয়ের কোচিংয়ের দায়িত্ব ধোনির হাতে তুলে দেওয়া হতে পারে। ধোনি ভক্তদের একাংশের ধারণা, সেই প্রস্তুতি নেওয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কিন্তু, ধোনি-ভক্তরা যাই বলুন না কেন! বিসিসিআই সেক্রেটারির ঈশারা কিন্তু, কোনও বিদেশি কোচের দিকে ইঙ্গিত করেনি। কারণ জয় শাহ বলেছেন, 'আমরা এমন লোককে চাইছি, যাঁর ভারতীয় ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা আছে। নিজেকে প্রমাণ করে উঠে এসেছেন। টিম ইন্ডিয়াকে পরবর্তী স্তরে তুলে ধরতে ঘরোয়া ক্রিকেট সম্পর্কে নতুন কোচের গভীর জ্ঞান থাকা দরকার।' শাহর এই কথা কার্যত গম্ভীরের দিকেই ইঙ্গিত বলে বিশেষজ্ঞদের ধারণা।

Indian Team Jay Shah BCCI Gautam Gambhir Indian Cricket Team
Advertisment