Jayden Seales: মাত্র ৩ বলের 'খদ্দের' বাবর, এই ক্যারিবিয়ান বোলারেই কাম-তামাম! ভিডিও ভাইরাল হতেই হাসির রোল

Jayden Seales: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুরন্ত জয়লাভ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই জয়ের নেপথ্যে জেডন সীলসের অবদান অনস্বীকার্য।

Jayden Seales: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুরন্ত জয়লাভ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই জয়ের নেপথ্যে জেডন সীলসের অবদান অনস্বীকার্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam and Jayden Seales

বাবর আজম এবং জেডন সীলস

Jayden Seales: পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে। তবে এই সিরিজে বাবর আজম একেবারে বড় রান করতে পারছেন না। সিরিজের প্রথম ম্য়াচে বাবর আজম (Babar Azam) ৪৭ রান করলেও, দ্বিতীয় ম্য়াচে তিনি রানের খাতা খুলতে পারলেন না। সবথেকে বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের আগুন পেসার জেডন সীলসের সামনে মাত্র ৩ বলই টিকতে পেরেছেন তিনি। জেডনের ফাঁদে পা দিয়েই শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরে গেলেন বাবর। আর এটা দেখেই পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। বাবরের আউট হওয়ার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

Advertisment

Babar Azam T20 World XI: সীমান্তে উত্তেজনার মধ্যেই বিরাট-বুমরাহকে 'চরম অপমান', ভয়ঙ্কর ট্রোলড বাবর আজম

রানের খাতা খুলতে পারলেন না বাবর আজম

Advertisment

রবিবার (১০ অগাস্ট) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। ইনিংসের নবম ওভারে একটা নয়, বরং জোড়া ধাক্কা খায় পাকিস্তান ক্রিকেট দল। জেডন সীলসের তৃতীয় বলে পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার সাইম আইয়ুব আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বাবর আজমকে পরপর দুটো ডেলিভারি ব্যাক অফ লেংথ করেন। দুটো বলেই বাবরকে যথেষ্ট কনফিডেন্ট দেখায়। ব্যাটের মাঝখান দিয়ে দুটো বলই তিনি ডিফেন্স করেন। কিন্তু, ওভারের শেষ বলে সীলস তাঁকে চমকে দেন। বাবরকে তিনি ফুল লেংথ ডেলিভারি করেন এবং ক্লিন বোল্ড করে দেন। এরপর বাবরকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। 

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে জয় ওয়েস্ট ইন্ডিজের

ইনিংসের নবম ওভার থেকেই এই ম্য়াচ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যায়। বৃষ্টির কারণে এই ম্য়াচে দুটো দলই ৩৭ ওভার করে খেলার সুযোগ পায়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৭ ওভারে ১৭১ রান করতে পারে। এরপর আবারও বৃষ্টি নামে। ক্যারিবিয়ানদের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। এই রানটা ৩৩.২ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয়। আর সেইসঙ্গে ২,২৬৩ দিন পর পাকিস্তানের বিরুদ্ধে কোনও ওয়ানডে ম্য়াচে জয়লাভ করল। ইতিপূর্বে, ২০১৯ সালের ৩১ মে পাকিস্তানের বিরুদ্ধে তারা শেষবার কোনও ওয়ানডে ম্য়াচে জয়লাভ করেছিল। তিন ম্যাচের সিরিজে দুটো দল আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। আগামী ১২ অগাস্ট সিরিজের শেষ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে।

Pakistan Cricket Team Babar Azam Jayden Seales