New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/18/hzIPg1Mlnl2dSmNCXTGt.jpg)
Babar Azam T20 XI: বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বসেরা একাদশ বেছে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার
Babar Azam World T20 XI team: বাবর আজম তাঁর পছন্দের T20 ওয়ার্ল্ড ইলেভেন ঘোষণা করেছেন। তবে চমকে যাওয়ার মতো বিষয় হল, এই দলে নেই বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরাহের নাম।
Babar Azam T20 XI: বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বসেরা একাদশ বেছে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার
Babar Azam excludes Virat Kohli: বাবর আজম তাঁর পছন্দের T20 ওয়ার্ল্ড ইলেভেন ঘোষণা করেছেন। তবে চমকে যাওয়ার মতো বিষয় হল, এই দলে নেই বিরাট কোহলি (Virat Kohli) এবং জসপ্রিত বুমরাহের (Jasprit Bumrah) নাম। বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্বসেরা একাদশ বেছে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার। ভারত থেকে বাবর মাত্র দু’জন খেলোয়াড়কে দলে নিয়েছেন, রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি রোহিতকে মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন এবং সূর্যকুমারকে রেখেছেন চার নম্বরে। বাবরের টিম নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
রোহিত শর্মা, যাঁর নেতৃত্বে গত বছর ভারত T20 বিশ্বকাপ জেতে, তিনি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ১৫৯টি T20 ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরির সাহায্যে ৪২৩১ রান করেছেন।
আরও পড়ুন ঝমাঝম বৃষ্টিতে বেঙ্গালুরুর আকাশে মিরাকল! বিরাটকে কুর্নিশ জানাতে হাজির বিশেষ ফ্যানরা
এই দল বাবর আজম পাকিস্তানের জালমি টিভির একটি পডকাস্টে বেছে নেন। সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ৮৩টি T20 ম্যাচ খেলে ২৫৯৮ রান করেছেন এবং ২০২৪ সালের জুলাই মাসে তাঁকে ভারতের T20 অধিনায়ক করা হয়। বাবরের বিশ্ব একাদশে রিজওয়ানের পরে তিন নম্বরে ফখর জামান, পাঁচ নম্বরে ইংল্যান্ডের প্রাক্তন হোয়াইট-বল অধিনায়ক জস বাটলার, ছয় ও সাত নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও মার্কো জানসেন আছেন। একমাত্র স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রাশিদ খান।
বাবরের পেস ত্রয়ীতে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং ইংল্যান্ডের মার্ক উড। সম্প্রতি বাবর আজমকে পিএসএলে খেলতে থাকা ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম বিলিংস সোশ্যাল মিডিয়ায় মজার ছলে ট্রোল করেছিলেন। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে পিএসএল কিছুদিনের জন্য স্থগিত থাকলেও, ১৭ মে থেকে আবার শুরু হয়েছে।
আরও পড়ুন ফ্যানের আবদারে মেজাজ হারালেন রোহিত! মারতে গেলেন ঘুসি! Viral Video ঘিরে হইচই
রোহিত শর্মা (ভারত), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), সূর্যকুমার যাদব (ভারত),
জস বাটলার (ইংল্যান্ড), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা), রাশিদ খান (আফগানিস্তান), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মার্ক উড (ইংল্যান্ড)