জন্মদিনেই জানা গিয়েছিল, ধোনি বিজেপি-তে যোগ দিতে পারেন অবসরের পরে। ঝাড়খণ্ডে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারেও অংশ নেওয়ার কথা শোনা গিয়েছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই এবার মুখ খুললেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা সঞ্জয় পাসোয়ান। যিনি আবার প্রাক্তন মন্ত্রীও ছিলেন।
সংবাদসংস্থা আইএএনএস-এ মুখোমুখি হয়ে সঞ্জয় পাসোয়ান জানান, দীর্ঘদিন ধরেই ধোনির সঙ্গে গেরুয়া শিবিরের কথাবার্তা চলছে। ধোনি খুব শীঘ্রই গেরুয়া ইবিরে যোগ দিতে পারেন। তবে সেই সিদ্ধান্ত ধোনি অবসর নেওয়ার পরেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আর এর পরেই উঠে গিয়েছে, চিরাচরিত সেই প্রশ্ন, তাহলে কি ধোনি চলতি বছরেই অবসর নিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চাইছেন?
সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে এবার কেন্দ্রের শাসক দল বিজেপি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অভিনব পরিকল্পনা করতে চলেছে। কিংবদন্তি ক্রিকেটার যেদিন ৩৭ পেরিয়ে ৩৮-এ পা দিলেন সেদিনই তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। ক্রিকেট মাঠে নয়, এবার মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে রাজনীতির আঙিনায়। সর্বভারতীয় এক প্রচারমাধ্যম সূত্রে খবর, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ম্যাসকট হিসেবে ধোনিকে রাজনীতির ময়দানে নামানোর পরিকল্পনা রয়েছে ভাজপা-র।
আরও পড়ুন মোদীর বিজেপিতে এবার ধোনি! বিশ্বকাপের মাঝে জন্মদিনেই বড় খবর
বাইশ গজে ধোনি-ধামাকা অস্তমিত। গুজব খুব শীঘ্রই অবসর নিতে পারেন তিনি। তবে এসব কিছুই জল্পনার কথা। সরকারিভাবে ক্রিকেটকে বিদায় না জানানোয় ধোনি সরাসরি রাজনীতিতে যোগ দেবেন না, একথা বলাই বাহুল্য। তবে, ধোনি বিধানসভা ভোটে না দাঁড়ালেও, বিজেপি চাইছে, ধোনি তাঁদের হয়ে নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার করুন। ধোনি-মাহাত্ম্যেই ঝাড়খণ্ডের জেএমএম, আরজেডি কিংবা কংগ্রেসকে পিছনে ফেলতে মরিয়া বিজেপি।
লোকসভা নির্বাচনের আগেই গৌতম গম্ভীর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে জিতে সংসদের টিকিটও পেয়ে গিয়েছেন। সেই পথেই এবার পা বাড়াচ্ছেন মাহিও।