Neesham dropped Root's catch: জিমি নিশাম দুর্দান্ত ক্যাচ নেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেই ক্যাচ ফেলে দেওয়ায় দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে একটা ম্যাচের ফয়সালা হয়ে গেল। জো রুট তখন ১৩ রানে ছিলেন। সেই সময় নিশাম ক্যাচটি ফেলে দেন। পার্ল রয়্যালসের ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ৭৮ রান করেন। যা প্রিটোরিয়ার বিরুদ্ধে রয়্যালসের ১১ রানের জয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়।
পার্ল রয়্যালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে ম্যাচের ৫ম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। রয়্যালসের ব্যাটসম্যান রুট বোলার জেসন বেহরেনডর্ফের বলে পুল করেন। নিশাম সেই সময় ছিলেন ডিপ স্কয়ার লেগে। তিনি দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। তবে, ক্যাচ ধরার পর যখন তিনি দৌড়তে শুরু করেন, বল নিশামের হাত থেকে ছিটকে বাউন্ডারির দড়িতে গিয়ে পড়ে।
ধারাভাষ্যকার পমি এমবাংওয়া মজা করে বলেন, 'ও হার্শেল গিবসকে ক্যাচটা দিয়েছে। ও ক্যাচটা ধরতে দৌড়েছিল। কিন্তু, দৌড়নোর সময় বলটা ওঁর হাত থেকে বেরিয়ে যায়।' নিশাম শেষ চেষ্টা করেছিলেন। তিনি রিভিউ চেয়েছিলেন। কিন্ত, থার্ড আম্পায়ার নট আউট বলে জানান। ক্যাচ ড্রপ করায় ম্যাচটা ক্যাপিটালসের হাত থেকে বেরিয়ে যায়। রুটের অপরাজিত ৭৮ রান রয়্যালসকে এই প্রতিকূল পিচে ক্যাপিটালসের বিরুদ্ধে জয়সূচক ১৪০ রান করতে সাহায্য করে।
শুধু ব্যাটিং নয়। বল হাতেও রুট সাফল্য পেয়েছেন। তিনি দুটি উইকেট নিয়েছেন। যার মধ্যে জিমি নিশামের উইকেটও ছিল। ক্রিকেট আইন, 'এমসিসির ৩৩.৩ ধারা অনুযায়ী, একটি ক্যাচ তখনই সফল হয় যখন বল এবং তার নড়াচড়ার ওপর ফিল্ডারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। বল তার আগে মাটি স্পর্শ করলে সেটা ক্যাচ না।' এই ঘটনায়, নিশামের সম্পূর্ণ নিয়ন্ত্রণের আগেই বলটি মাটি স্পর্শ করেছে। যার ফলে সেটি ক্যাচ নয়।
আরও পড়ুন- বাংলাদেশকে ৮ উইকেটে পিষে মারল ভারত! বিশ্বকাপে 'ছেলেখেলা' টিম ইন্ডিয়ার
রয়্যালস প্লে অফে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রানে জয়ের পর টানা তৃতীয় সিজনে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে ওঠার যোগ্যতা অর্জন করা প্রথম দলের স্বীকৃতি পেল। শুধু তাই নয়, রয়্যালস ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষেও রয়েছে। জয়ের পর ম্যান অফ দ্য ম্যাচ জো রুট বলেন, 'পিচকে বুঝতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলেই দরকারি স্কোর করা সম্ভব হয়। আজ যথেষ্ট সাহসের সঙ্গে খেলেছি। লক্ষ্য ছিল, আরও ভালোভাবে খেলা। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি।'